আকাশে উড়ছেন ‘লিডিং মোস্ট হিরো’! এটাও কুন্তলের টাকায়? বনিকে খোঁচা নেটিজেনদের

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: বনি সেনগুপ্ত (Bonny Sengupta) অভিনয় দিয়ে যেটা পারেননি সেটা করে দেখিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় ঘন ঘন ইডির মুখে পড়ে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন তিনি। এতদিন টলিউডে থেকেও যারা বনিকে চিনতে পারেননি, একটি গাড়ির দৌলতে তারাও চিনে গিয়েছেন তাঁকে। নেতিবাচক প্রচারেই ‘বাংলার লিডিং মোস্ট হিরো’ বনি সেনগুপ্ত।

এমন দাবি অবশ্য তিনি নিজেই করেছেন। পারিশ্রমিক নিয়ে কথা উঠতে সংবাদ মাধ্যমের কাছে নিজেকে এমনি উপাধি দিয়েছেন বনি। এর জেরে ট্রোলিং বেড়েছে দ্বিগুণ। পালটা যুক্তিও অবশ্য দিয়েছেন অভিনেতা। উপরন্তু যার জন্য এত বিতর্ক, কুন্তল ঘোষের থেকে নেওয়া গাড়ি বাবদ ৪৪ লক্ষ টাকা ইডিকে ফেরত দিয়ে দিয়েছেন তিনি। তবুও ট্রোল, সমালোচনার হাত থেকে নিষ্কৃতি পাননি বনি।

bonny sengupta troll

এমনকি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়েও খিল্লি করছেন নেটনাগরিকরা। সম্প্রতি দুবাইয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসের একটি ভিডিও শেয়ার করেছিলেন বনি। দুর্নীতি, ইডি ইস্যুর থেকে একটু বিরতি পাওয়ার আশাতেই ভিডিওটি শেয়ার করেছিলেন তিনি। এক বহুতলের ছাদ থেকে জিপ লাইনের মাধ্যমে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে দেখা গিয়েছে অভিনেতাকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দুবাই: যে শহরে সবথেকে অবিশ্বাস্য স্বপ্নও সত্যি হয়’।

ভিডিওটি দেখে কটাক্ষ করার লোভ সামলাতে পারেননি নেটিজেনরা। একজন প্রশ্ন করেছেন, ‘ইডি আসবে বলে উড়ে যাচ্ছো?’ আরেকজন খোঁচা মেরেছেন, ‘টলিউডের লিডিং মোস্ট হিরো আকাশে উড়ছেন। ভাবুন কত টপে উনি’। কেউ আবার সরাসরি প্রশ্ন করে বসেছেন, এটাও কি কুন্তলের টাকায়?

 

View this post on Instagram

 

A post shared by Bonny Sengupta (@bonysengupta)

তবে জানিয়ে রাখি, বনি কিন্তু শহর ছেড়ে কোথাও যাননি। তিনি রয়েছেন কলকাতাতেই। আসলে এটি একটি পুরনো ভিডিও। এর আগে দুবাই ঘুরতে গিয়ে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস ট্রাই করেছিলেন বনি। অদেখা সেই ভিডিও সম্প্রতি শেয়ার করেন তিনি। ভাইরালও হয় তা। তবে বনি ভেবেছিলেন এক আর হয়ে গেল আরেক।

X