পার্থর নামে দু’দুটি বিমানের টিকিট বুক, কোথায় নিয়ে যাওয়া হবে মন্ত্রীমশাইকে?

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) দুর্নীতি মামলায় দীর্ঘ ২৬ ঘন্টার ওপর জিজ্ঞাসাবাদের পর অবশেষে এদিন সকালে গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। ইতিমধ্যে এই ঘটনায় তোলপাড় বঙ্গ রাজনীতি। আর এর মাঝে বর্তমানে খবরের শিরোনামে উঠে এলো ‘পার্থের নামে প্লেনের টিকিট বুক’ প্রসঙ্গ। তবে কি জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার (Kolkata) পরিবর্তে অন্য কোথাও নিয়ে যাওয়া হতে চলেছে তৃণমূল কংগ্রেস মন্ত্রীকে? উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, এদিন সন্ধ্যে ৬ টা ৪০ মিনিট নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নামে প্লেনের টিকিট বুক করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে, অতীতের মতো এবারও কি তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে চাইছে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? এক্ষেত্রে প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে কলকাতার বদলে ভুবনেশ্বর কিংবা দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে বলে খবর সামনে আসতে শুরু করে দিয়েছে। সেই কারণে ইতিমধ্যে দুটি জায়গার নামে টিকিট বুক করা হয়ে গিয়েছে। তবে বর্তমানে দিল্লিতে নিয়ে যাওয়ার সম্ভাবনাই ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে।

উল্লেখ্য, গতকাল পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা অর্থ, একাধিক মোবাইল ফোন এবং সোনা গয়না উদ্ধার করে ইডি। পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় তারা এবং দীর্ঘ জেরার পর এদিন সকালে গ্রেফতার করা হয় পার্থকে। পরবর্তীতে ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার পর বর্তমানে আদালতে তোলা হয়েছে তৃণমূল নেতাকে। জানা গিয়েছে, এরপরই হয়তো প্লেনে করে রাজধানীতে নিয়ে যাওয়া হতে পারে তাঁকে। এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়কে ট্রানজিট রিমান্ডে নেওয়া হতে চলেছে বলে সম্ভাবনা।

Partha

অতীতেও দুর্নীতি মামলায় একাধিকবার তৃণমূল কংগ্রেস নেতাদের কলকাতার পরিবর্তে দেশের অন্য প্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে প্রভাবশালী হওয়ার কারণে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা উপযুক্ত পরিবেশ নয় বলে তৃণমূল নেতাদের ট্রানজিট রিমান্ডে নেওয়ার ব্যাপারে আবেদন করে সিবিআই কিংবা ইডি। আর এদিনও তারা পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে সেই একই পরিকল্পনা নিতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।


Sayan Das

সম্পর্কিত খবর