বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) ব্যবহার। মূলত, জ্বালানির বিপুল দামের হাত থেকে রেহাই পেতে এবং পরিবেশ দূষণ হ্রাসের বিষয়টি মাথায় রেখে এই যানবাহনগুলির প্রতি আকৃষ্ট হচ্ছেন অধিকাংশজন। এমতাবস্থায়, ক্রমবর্ধমান চাহিদার ওপর ভর করে একের পর এক দুর্দান্ত বৈদ্যুতিক গাড়ি সামনে আছে সংস্থাগুলি। শুধু তাই নয়, দেশজুড়ে বেশ কয়েকটি স্টার্টআপও এই গাড়ি তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।
এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা একটি দুর্দান্ত বৈদ্যুতিক গাড়ির বিষয়ে আপনাদের জানাবো। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সংস্থার তরফে দাবি করা হচ্ছে যে, ওই গাড়িটিই নাকি সবথেকে সস্তার বৈদ্যুতিক গাড়ি। শুধু তাই নয়, সেটির দাম Alto-র থেকেও কম। ইতিমধ্যেই ওই গাড়িটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। মুম্বইয়ের বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারী সংস্থা PMV Electric গাড়িটি লঞ্চ করেছে। যেটির নাম হল PMV Eas-E।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সংস্থার তরফে আরও দাবি করা হয়েছে ভারতের পাশাপাশি বিদেশ থেকেও এই গাড়ি কেনার জন্যে অর্ডার এসেছে। ইতিমধ্যেই এই গাড়ি কিনতে ৬০০০-এরও বেশি অর্ডার মিলেছে। এমন পরিস্থিতিতে চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাস নাগাদ এই গাড়িটির ডেলিভারি শুরু হবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: দোকানদাররা হন সতর্ক! UPI পেমেন্টে মেসেজ এলেও ঢুকছে না টাকা? পড়তে পারেন বড় বিপদে
রয়েছে দুর্দান্ত ফিচার্স: জানিয়ে রাখি যে, PMV Eas-E বৈদ্যুতিক গাড়িটি দেখতে অত্যন্ত ছোট হলেও রয়েছে স্টাইলিশ লুক। পাশাপাশি, সংস্থার তরফে এই গাড়িতে একাধিক অ্যাডভান্সড ফিচার্স উপলব্ধ করা হয়েছে। গাড়িটিতে নেভিগেশন, ব্লুটুথ কানেকটিভিটি, স্মার্টফোন কানেকটিভিটি সহ রয়েছে এলসিডি ইন্সট্রুমেন্ট। পাশাপাশি, গাড়িটিতে হেডলাইট, টেল লাইট এবং সমস্ত লাইটিংয়ের ক্ষেত্রে এলইডি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, উপলব্ধ থাকছে একাধিক অটোমেটিক ব্যবস্থা।
আরও পড়ুন: পড়ুয়াদের সাহায্যার্থে বড় উদ্যোগ আম্বানির, মিলবে ২ লক্ষের স্কলারশিপ, এভাবে করুন আবেদন
দাম: মূলত, দামের দিক থেকে দেখতে গেলে এই গাড়ি টেক্কা দেবে Alto-কেও। PMV Eas-E বৈদ্যুতিক গাড়িটির এক্স-শোরুম দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৪.৭৯ লক্ষ টাকা। অপরদিকে, এখন Alto 10 VXI ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম হল ৫.০৬ লক্ষ টাকা। এদিকে, আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, এই দুর্ধর্ষ গাড়িটি মাত্র ২,০০০ টাকায় বুকিং করা যাবে।
রেঞ্জ: এবারে আসি PMV Eas-E বৈদ্যুতিক গাড়িটির রেঞ্জের প্রসঙ্গে। এই গাড়িতে ৪৮ V-এর লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি দেওয়া হয়েছে। যেটি ১৫ A ভোল্ট সকেট থেকে চার্জ করা যাবে। এদিকে, ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা। পাশাপাশি, ফুল চার্জে এই ইলেকট্রিক গাড়িটি ২০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ হল ৭০ কিমি প্রতি ঘন্টা। এদিকে, সংস্থার তরফে জানানো হয়েছে PMV Eas-E বৈদ্যুতিক গাড়িটি চালাতে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ৭৫ পয়সা।