বিনাপয়সায় বুক করুন ট্রেনের টিকিট! IRCTC শুরু করল এই দুর্দান্ত পরিষেবা, জানুন পদ্ধতি

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে (Train) চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। পাশাপাশি, দূরের সফরের ক্ষেত্রেও রেলপথের জুড়ি মেলা ভার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, দেশের অন্যান্য গণপরিবহণের তুলনায় ট্রেনে চেপে সফরের ক্ষেত্রে খরচের পরিমাণও হয় অনেকটাই কম। আর সেই কারণেই যাত্রীরা ট্রেনকে বেশি গুরুত্ব দেন।

এদিকে, ক্রমবর্ধমান যাত্রীদের পরিপ্রেক্ষিতে তাঁদের সুবিধার্থে প্রায়শই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে রেল। এবারও ঠিক সেইরকমই এক প্রসঙ্গ সামনে এসেছে। মূলত, কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে দূরবর্তী কোনো স্থানে সফর করার পরিকল্পনা থাকলেও সেই মুহূর্তে ট্রেনের টিকিটের জন্য প্রয়োজনীয় টাকা কাছে থাকে না। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে পেয়েছে ভারতীয় রেল (Indian Railways)। শুধু তাই নয়, রেল এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছে যে, এখন আপনি টাকা না দিয়েও ট্রেনের টিকিট বুক করতে পারবেন।

মূলত, আপনি Paytm-এর মাধ্যমে কোনো টাকা না দিয়েই ট্রেনের টিকিট বুক করতে পারেন। যাত্রীদের জন্য উপলব্ধ এই নতুন পরিষেবার নাম হল “Buy Now Pay Later”। এই প্রসঙ্গে IRCTC জানিয়েছে যে, Paytm Postpaid পরিষেবা এখন রেলের অ্যাপে এনাবেল করা হয়েছে। যার জেরে এই পরিষেবাতে, যাত্রীরা কোনো টাকা না দিয়েই টিকিট বুক করতে পারবেন। বর্তমান প্রতিবেদনে আমরা জানিয়ে দিচ্ছি যে, যাত্রীরা কিভাবে Paytm-এ “Buy Now Pay Later” পরিষেবাটি ব্যবহার করতে পারবেন।

১. প্রথমে আপনার স্মার্টফোনে IRCTC অ্যাপে লগইন করুন। ওই অ্যাপটি না থাকলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
২. এরপর আপনি নাম, তারিখ, বোর্ডিং স্টেশন সহ আপনার ভ্রমণ সংক্রান্ত তথ্য পূরণ করুন।
৩. এখন আপনি যে ট্রেনটিতে ভ্রমণ করতে চান সেটি নির্বাচন করুন এবং বুকিং-এর জন্য এগিয়ে যান।
৪. আপনি যখন পেমেন্ট সেকশনে পৌঁছবেন, সেখানে আপনি “Buy Now Pay Later” অপশনটি পেয়ে যাবেন।

IRCTC 1573614429

৫. এখন পরবর্তী ধাপে আপনাকে Paytm Post নির্বাচন করতে হবে। পাশাপাশি, এখানে আপনাকে আপনার Paytm-এ লগইনও করতে হবে।
৬. আপনি Paytm-এ লগইন করার পরে আপনাকে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে।
৭. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো কোডটি পূরণ করার পরে আপনার টিকিটটি বুক হয়ে যাবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর