বাংলাহান্ট ডেস্ক : গোটা ভারতবর্ষ থেকে ভেলোরে (Vellore) অসংখ্য মানুষ যান চিকিৎসার জন্য। সিএমসি ভেলোরের (Christian Medical College Vellore) বহু মানুষের কাছে চিকিৎসার বিস্বস্ত একটির নাম। একাধিক রোগের সমস্যার সমাধানে হাজার হাজার মানুষ আসেন এখানে। জটিল রোগের চিকিৎসার কথা উঠলেই বহু মানুষের মাথায় প্রথম আসে এখনকার নাম।
গ্যাস্ট্রোএন্টেরোলজি থেকে হৃদরোগের চিকিৎসা, বহু রোগী চিকিৎসার জন্য পৌঁছে যান ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে। ফোনে যোগাযোগের মাধ্যমে এখানে বিনামূল্যে চিকিত্সার ব্যবস্থা করা যায়। এছাড়াও রয়েছে হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে জমা দিতে হয় চিকিৎসা সংক্রান্ত নথি।
আরোও পড়ুন : পর্যটকদের জন্য এই প্রথম নেওয়া হল এত বড় উদ্যোগ! দার্জিলিং ভ্রমণে গিয়ে এবার আরো মজা
তারপর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে। তবে অনেক সময় রোগীরা বুঝতে পারেন না সিএমসি ভেলোরে চিকিৎসা করানোর জন্য কোথায় যোগাযোগ করতে হবে। অনেকের কাছেই স্পষ্ট ধারণা থাকেনা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে। এবার হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর ও রোগীর পরিবারের জন্য নিল বিশেষ উদ্যোগ।
আরোও পড়ুন : পর্যটকদের জন্য এই প্রথম নেওয়া হল এত বড় উদ্যোগ! দার্জিলিং ভ্রমণে গিয়ে এবার আরো মজা
CMC ভেলোরে চিকিৎসার জন্য কোথায় যোগাযোগ করতে হবে সেই বিষয়ে জানানো হল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। কলকাতা থেকে কীভাবে পশ্চিমবঙ্গ ও আশেপাশের বাসিন্দারা CMC ভেলোরে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই বিষয়ে জানানো হল।
আরোও পড়ুন : গঙ্গার নীচের পর কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক, বড় ঘোষণা রেলের! জেনে গর্ব হবে
অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগের ঠিকানা: মার থমাস চার্চ সেন্টার, নং ২৯, আহিরিপুকুর রোড, কলকাতা ৭০০০১৯।
ফোন নম্বর: ৮১০০১০৮৬২১
হোয়াটসঅ্যাপ নম্বর: ৮০১০০১০৮৬২১
ইমেইল অ্যাড্রেস: janatamedicalservice@gmail.com
সময়: সোম থেকে শুক্র- সকাল ১০টা থেকে বিকেল ৪টে।
শনিবার- সকাল ১০টা থেকে দুপুর ১২টা।
১২৪ বছর আগে ডাঃ ইদা সোফিয়া স্কুডার প্রতিষ্ঠা করেন সিএমসি হাসপাতাল। প্রথমদিকে মূলত নার্সিং প্রশিক্ষণের জন্য চালু করা হয় এই হাসপাতাল। জেনারেল অথবা প্রাইভেটে চিকিৎসকদের রোগীরা দেখাতে পারেন এখানে। থাকা ও খাওয়ার জন্য বেশকিছু বাঙালি হোটেল রয়েছে আশেপাশে।