নিজস্ব প্রতিনিধি,বোলপু্র,বীরভূমঃ ফের বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমে সদাইপুরে। খোদ তৃণমূল নেতার বাড়ির পাশ থেকেই উদ্ধার হয়েছে বোমাগুলি।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় সদাইপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে সাহাপুর গ্রামে পুলিশি অভিযানের সময় সাহাপুর পঞ্চায়েতের উপপ্রধান সেখ এনামুলের বাড়ির পাশ থেকে ১৭ টি তাজা বোমা উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ। বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য এসেছে বোম স্কোয়াড।
বোমা উদ্ধারের ঘটনায় বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডলের বক্তব্য, “বীরভূম জেলায় এটা একটা শিল্প, সেটা বোমা শিল্প। আর যার নিয়ন্ত্রণ করে তৃণমূল নেতৃত্ব।”