বাংলাহান্ট ডেস্ক : ফের একবার নিয়োগ হতে চলেছে বিএসএফে (Border Security Force)। আরও একবার সুখবর শোনালো কেন্দ্রীয় সরকার। চাকরিপ্রার্থীদের জন্য নতুন কাজের সন্ধান বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ থেকে উঠে আসছে। সূত্রের খবর নিয়োগ (Recruitment) করা হবে বিএসএফে হেড কনস্টেবল পদে। বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
আগামী ২১ মে, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে। বিএসএফের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হবে মোট ২৪৭টি শূন্য পদে। ২১৭টি পদে হেড কন্সটেবল (রেডিয়ো অপারেটর) হিসাবে এবং ৩০টি পদে হেড কন্সটেবল (রেডিয়ো মেকানিক) হিসাবে নিয়োগ হবে। rectt.bsf.gov.in – এই ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীর আবেদন করতে পারবেন।
বয়স: ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। এছাড়াও বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম ৬০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে। এর সাথে থাকতে হবে দুই বছরের আইটিআই সার্টিফিকেট।
বেতন: ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এই পদে
আবেদন মূল্য: ১০০ টাকা আবেদন মূল্য লাগবে জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থীদের। এর সাথে সার্ভিস চার্জ হিসেবে দিতে হবে 47 টাকা। তবে কোনও রকম আবেদন মূল্য দিতে হবে না জনজাতি, উপজাতি, মহিলা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও বিএসএফের কর্মীদের।