বাংলাহান্ট ডেস্ক : ফের বিএসএফ (Border Security Force) জওয়ানদের গুলিতে এক যুবক প্রাণ হারাতেই তোলপাড় শুরু হল মেখলিগঞ্জে। মেখলিগঞ্জের কাছে অবস্থিত ফুলকাডাবরি এলাকায় ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, মাত্র ২৮ বছর বয়সী ওই মৃত যুবকের নাম গৌতম বর্মন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, ঠিক কী কারণে ওই যুবকের উপর গুলি চালানো হয় ?
বিএসএফের তরফে জানানো হয় যে, একদল যুবক গোরু পাচার করতে গিয়ে বিএসএফের ওপর আক্রমণ করে। সেই সময়েই পরিস্থিতি আয়ত্তে আনার জন্য বিএসএফ জওয়ানরা গুলি চালাতে শুরু করে। যদিও মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে অন্য কথা বলা হয়। গৌতম বর্মনের বাড়ির লোকের কথায়, বৃহস্পতিবার রাতে ওই যুবক পাশে তার মাসির বাড়িতে শৌচকর্ম করতে গেলে বিএসএফ তাকে আটক করে ও গুলি চালায়।
সূত্রের খবর, রাতেই ওই যুবকের দেহ বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে বর্ডারে রাখা হয়। পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার ভোরে বাড়ির লোকেরা জানতে পারেন তাদের ছেলেকে পাচারকারী সন্দেহে গুলি করে হত্যা করা হয়েছে। অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা জোনের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। অমিত ভার্মা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই বিএসএফের গুলিতে এক বাংলাদেশি পাচারকারীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। অভিযোগ ছিল, ওই এলাকায় কাটা তারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা করে বাংলাদেশি পাচারকারীরা। সেই সময় বিএসএফ জওয়ানদের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনাটির সঙ্গেও জুড়ে গিয়েছিল মেখলিগঞ্জ ব্লক সংক্রান্ত সীমান্তবর্তী এলাকায়।