বোরিয়া মজুমদারকে নিষিদ্ধ করেছে BCCI, এবার এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আজহার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ঋদ্ধিমান সাহার অভিযোগের ভিত্তিতে বোরিয়া মজুমদারের ওপর দুই বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বিসিসিআই। কিছুদিন আগে সাক্ষাৎকার দিতে রাজি না হওয়ায় ঋদ্ধিমান সাহা-কে হুমকি দিয়েছিলেন খ্যাতনামা সাংবাদিক। যদিও ঋদ্ধিমান প্রথমে তার নাম প্রকাশ না করে ঘটনাটি প্রকাশ্যে এনেছিলেন। তিনি চেয়েছিলেন বোরিয়া ব্যক্তিগত ভাবে নিজের ভুল স্বীকার করুক। কিন্তু সেটা না হওয়ায় বিসিসিআইউয়ের গড়া প্যানেলের কাছে তার নাম প্রকাশ্যে আনেন বঙ্গ উইকেটরক্ষক।

বিসিসিআইয়ের দ্বারা গঠিত প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী বোরিয়া মজুমদারকে দুই বছরের জন্য বিসিসিআই নিবন্ধিত খেলোয়াড়দের সাক্ষাৎকার নেওয়া এবং কোনওরকম স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। বিসিসিআই তাদের রাজ্য ইউনিটগুলিকেও এই নির্দেশের কথা জানিয়ে দিয়েছে।

এবার এই সিদ্ধান্তের বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। ভারতের হয়ে ৯৯টি টেস্ট খেলা ক্রিকেটার বলেছেন যে বিসিসিআই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এইটা করার ভবিষ্যতে কেউ কোনও ক্রিকেটারকে হুমকি দেওয়ার আগে দু বার ভাববে।

কয়েকদিন আগেই বোরিয়া মজুমদার তার ওপরে ওঠা অভিযোগের জবাব দিয়েছিলেন, বলেছেন যে ঋদ্ধিমান বেছে বেছে চ্যাটের সেই সকল অংশ টুইট করছেন যা সঠিক তথ্যের বদলে ভুল তথ্য সামনে আনেন। তিনি আরও অভিযোগ করেছেন যে তিনি বঙ্গ উইকেটরক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। যদিও এখনও অবধি তিনি কোনও ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায়নি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর