ব্রিটিশ প্রধানমন্ত্রীর ‘ফার্স্ট লেডি’ কে হবে তা নিয়ে সংশয়

Published On:

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন দায়িত্ব নিয়েছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে। এই দায়িত্ব গ্রহণের পর কে হবেন ব্রিটিশ ফার্স্ট লেডি? তা নিয়ে সংশয় আছে। কারণ অনেক বছর আগে বরিস জনসন তার স্ত্রী মেরিনা হুইলারের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে ক্যারি অন সায়মন্ড তার প্রেমিকা।

এই জন্য প্রশ্ন উঠছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কি ক্যারি সাইমনকে নিয়ে উঠবেন প্রধানমন্ত্রী? উঠলেও তার পদবি কি হবে ‘ফাস্ট গার্লফ্রেন্ড’ না ‘ফার্স্ট লেডি’?

তাছাড়া এখনো জানা যায়নি কারা থাকবেন তাঁর বাসভবনে এবং সেখানে ক্যারি থাকবেন কিনা তাও জানা যায়নি। যদিও তিনি তার বাসভবনে ওঠেন তাহলে কোনো প্রভাব পড়বে না কাজে। যুক্তরাষ্ট্রেরফার্স্টলেডিদের মতো ব্রিটিশ ফার্স্টলেডিদের অতটা গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব পালন করতে হয় না।

এই বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সম্প্রতি ক্যারিকে জনসনের বক্তৃতা দেওয়ার সময় মঞ্চের পাশে দেখা গেছে। কিন্তু শেষে রানীর সঙ্গে সাক্ষাৎ করেননি তিনি।

X