‘বঙ্গ জীবনের অঙ্গ’, তবু বোরোলিনের অর্থ জানেন না অনেক বাঙালিই! আপনি জানেন তো সেই ইতিহাস?

বাংলাহান্ট ডেস্ক : শীত-গ্রীষ্ম-বর্ষা, বছরের প্রতিটা ঋতুতেই বাঙালির ঘরে ঘরে ভরসার ক্রিম বোরোলিন (Boroline)। ‘বঙ্গ জীবনের অঙ্গ’ হয়ে ওঠা এই ক্রিম যুগ যুগ ধরে বাঙালির ত্বকের সমস্যার সমাধানে আস্থার প্রতীক হয়ে উঠেছে। বিশেষ করে শীতকালে প্রত্যেক বাঙালি বাড়িতেই দেখা মেলে বোরোলিনের।

বোরোলিনের (Boroline) ইতিহাস

প্রত্যেক বাঙালির আবেগ জড়িত ‘সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম-বোরোলিন’ এই স্লোগানের (Slogan) সাথে। কেটে যাওয়া থেকে শুরু করে পুড়ে যাওয়া ত্বকের সমাধানে আজও  অপ্রতিদ্বন্দ্বী বোরোলিন। ত্বকের যে কোনো সমস্যার সমাধানে বোরোলিন কাজ করে ম্যাজিকের মতো।

Boroline

তবে বাজারে আর পাঁচটা ক্রিমের থেকে বোরোলিন কিন্তু অনেকটাই আলাদা। বাঙালি উদ্যোগপতি গৌরমোহন দত্তর (Gour Mohan Dutta) হাত ধরে ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয় জিডি ফার্মাসিউটিক্যালস। বোরোলিনের মাদার কোম্পানি হল এই জিডি ফার্মাসিউটিক্যালস (G. D. Pharmaceuticals)। খুব সাধারণ সবুজ রঙের টিউবে বাজারে বিক্রি হতে শুরু করে বোরোলিন।

আরোও পড়ুন : ‘কুকুর…’, ‘ভিখিরিদের আশ্রয় ফুটপাতেই ‘, বাংলাদেশকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ

দেশে তখন ইংরেজ শাসন। ১৯২৯ সালে এক বাঙালির উদ্যোগে প্রতিষ্ঠিত এই ক্রিম তখন জয় করে নেয় গোটা ভারতবাসীর মন। ১৯৪৭ সালে ১৫ ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলে ১ লক্ষ বোরোলিনের টিউব বিতরণ করা হয়েছিল সম্পূর্ণ বিনামূল্য। তবে অনেকেই হয়ত জানেন না এই চিরপরিচিত বোরোলিন শব্দটির রয়েছে বিশেষ অর্থ। সেই অর্থ অনেকেরই অজানা।

dtpjo 512

Boroline – এর Boro শব্দটি এসেছে বোরিক পাউডার থেকে। অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে এই বোরিক পাউডারে। অন্যদিকে, Oline একটি লাতিন শব্দ। Olean থেকে এসেছে Oline। এই শব্দের অর্থ তেল। শুধু ক্রিমের ঔষধী গুণ নয়, ক্রিমটির নামকরণের পিছনেও যে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল সেটিও কিন্তু বেশ পরিষ্কার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর