বছর ঘোরার আগেই শেষ গল্প, শেষ শুটিংয়ের দিন চোখে জল ‘বরণ’ অভিনেত্রী ইন্দ্রাণীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন সিরিয়াল (Serial) আসলে জায়গা ছেড়ে দিতে হয় পুরনোদের। এই অলিখিত নিয়ম বহু দিন ধরে চলে আসছে সব চ‍্যানেলেই। টিআরপি কম থাকলেই সেই সিরিয়ালের ঘাড়ে কোপ পড়বেই, সে নতুন হোক বা পুরনো। এই যেমন মাত্র ১১ মাস চলতে না চলতেই শেষ হয়ে যাচ্ছে ‘বরণ’ (Boron)। ইতিমধ‍্যেই  হয়ে গেল সিরিয়ালের শেষ পর্বের শুটিং।

গত ১৭ মার্চ হয়ে গেল শেষ শুটিং। এতদিন ধরে একসঙ্গে কাজ করায় পরিবারের মতোই হয়ে উঠেছিল গোটা টিম। তাই স্বাভাবিক ভাবেই শেষদিন চোখের জল বাঁধ মানেনি কারোর। সিরিয়ালের নায়ক নায়িকা তিথি রুদ্রিক ছিলেন যাকে বলে ‘ফ্রেশ ফেস’। নবাগতা দুই অভিনেতা অভিনেত্রী সুস্মিত মুখোপাধ‍্যায় ও ইন্দ্রাণী পাল টিআরপি ভাল তুলতে পারেননি ঠিকই। কিন্তু তাঁদের জুটি বেশ হিট হয়েছিল।


স্বাভাবিক ভাবেই এত তাড়াতাড়ি সিরিয়াল শেষ হয়ে যাওয়াটা মেনে নিতে পারছেন না অনুরাগীরা। যবে থেকে বরণ শেষ হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে সেদিন থেকেই চ‍্যানেলের সোশ‍্যাল মিডিয়া পেজে ক্ষোভ উগরে দিচ্ছিলেন তিথি রুদ্রিক জুটির ভক্তরা।


কিন্তু দর্শকদের হাতে নেই কিছুই। মনমরা হয়েই বিদায় দিতে হচ্ছে প্রিয় নায়ক নায়িকাকে। শেষ শুটিংয়ের কিছু ছবি, ভিডিও শেয়ার করা হয়েছে বরণের ফ‍্যান পেজ থেকে। সেখানে দেখা গিয়েছে, তিথি ওরফে ইন্দ্রাণী অঝোরে কাঁদছেন। চোখ ছলছল বাকি কলাকুশলীদেরও।


আগামী ২৭ মার্চ শেষ হচ্ছে বরণ। তার জায়গায় শুরু হবে নতুন সিরিয়াল ‘গোধূলি আলাপ’। অসমবয়সী প্রেমের গল্প উঠে আসবে গোধূলি আলাপ সিরিয়ালে। এতদিন বড়পর্দা ও থিয়েটারের মঞ্চ মাতানোর পর ফের সিরিয়ালের পর্দায় মুখ দেখাবেন কৌশিক। বিপরীতে নবাগতা সোমু সরকার।

https://www.instagram.com/p/CbILQq8hSbz/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CbISgNTBpc0/?utm_medium=copy_link

একজন মধ‍্যবয়স্ক অ্যাডভোকেট অরিন্দমের চরিত্রে অভিনয় করছেন কৌশিক। অন‍্যদিকে নায়িকা সোমু ওরফে নোলক গ্রামের মেয়ে, পেশায় বহুরূপী। ঘটনাচক্রে কৌশিকেরই সঙ্গে বিয়ে হবে তার। বিয়ের পর কী পরিণতি হবে এই অসমবয়সী সম্পর্কের, সিরিয়ালে উঠে আসবে সেই গল্প।

সম্পর্কিত খবর

X