আগাম প্রস্তুতি নিয়ে নিন, আসছে ‘বরুনবাবুর বন্ধু’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সে আসছে! সামনেই বরুনবাবুর জন্মদিন। আর সেইদিনেই আসছেন বরুনবাবুর বন্ধু, তাঁর সঙ্গে দেখা করতে। প্রচুর প্রস্তুতি, জল্পনা-কল্পনা চলছে তাই নিয়ে। কিন্তু কে এই বন্ধু যাকে ঘিরে সবার উন্মাদনা একেবারে তুঙ্গে? রহস‍্যোদ্ঘাটনের জন‍্য অপেক্ষা করতে হবে ১০ জানুয়ারি পর্যন্ত।


প্রকাশ‍্যে এসেছে পরিচালক অনীক দত্তের ‘বরুনবাবুর বন্ধু’র ট্রেলার। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই হইচই ফেলে দিয়েছে এই ট্রেলার। কারন একটা হালকা পারিবারিক পরিবেশের মোড়কে একটু কৌতুকের ছোঁয়ায় এমন ভাবে রহস‍্য বুনতে এর আগে গুটিকয়েক ছবিকেই দেখা গিয়েছে। তাই স্বাভাবিক ভাবেই এই ছবি ঘিরে সিনেপ্রেমীদের প্রত‍্যাশার পারদও চড়ছে। ট্রেলারের প্রথম থেকেই দেখানো হয় এক অতিথি র আগমনকে ঘিরে হুলুস্থুল শুরু হয়েছে চক্রবর্তী বাড়িতে। বাড়ির কর্তা বর্ষীয়ান বরুন চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে তাঁর সঙ্গে দেখা করতে আসছেন তাঁর বন্ধু। সেই নিয়েই যত হট্টগোল। সেই বন্ধুটি কি খেতে পছন্দ করেন, তাঁর নিরাপত্তার জন‍্য বাড়তি ব‍্যবস্থা, তাঁর আগমনের খবর চারিদিকে রাষ্ট্র করা থেকে শুরু করে সংবাদ মাধ‍্যম পর্যন্ত হাজির হয়ে যায় চক্রবর্তী বাড়িতে। অথচ সেই বন্ধুটির পরিচয় কেউই জানেন না!


আর এসবের মধ‍্যে বিড়ম্বনায় পড়েছেন বাড়ির কর্তা বরুনবাবু। সব মিলিয়ে এক অন‍্যরকম ছবি উপহার দিতে চলেছেন অনীক দত্ত। রমাপদ চৌধুরীর ‘ছাদ’ অবলম্বনে তৈরি এই ছবি। বরুনবাবুর চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চ‍্যাটার্জি। রয়েছেন পরান বন্দ‍্যোপাধ‍্যায়, মাধবী মুখার্জি, কৌশিক সেন, অর্পিতা চ‍্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেক জনপ্রিয় মুখ। সৌমিত্র চ‍্যাটার্জি ও পরান বন্দ‍্যোপাধ‍্যায়ের রসায়ন আলাদাভাবে নজর কাড়ে।

এর আগে অনীক দত্তের ‘ভূতের ভবিষ‍্যৎ’ ও ‘ভবিষ‍্যতের ভূত’ ছবিদুটি প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। সিনেপ্রেমীদের আশা এই ছবিতেও নিজের কৃতিত্বের সাক্ষর বজায় রাখবেন পরিচালক। আগামী বছর ১০ জানুয়ারি মুক্তি পাবে ‘বরুনবাবুর বন্ধু’।

সম্পর্কিত খবর

X