দুর্দান্ত খবর! এবার পরীক্ষা ছাড়াই মিলবে চাকরির সুযোগ! কিভাবে অ্যাপ্লাই করবেন বসু বিজ্ঞান মন্দিরে?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : উচ্চশিক্ষিতদের জন্য বাংলায় কাজের সুযোগ। কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে বা বোস ইনস্টিটিউটে (Bose Institute) হতে চলেছে নিয়োগ। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত করা হয়েছে বসু বিজ্ঞান মন্দিরের তরফ থেকে। এই পদে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে যাচাই করা হবে প্রার্থীদের যোগ্যতা। তারপর সরাসরি নিয়োগ দেওয়া হবে পদে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বসু বিজ্ঞান মন্দির (Bose Institute) কর্মী নিয়োগ (Recruitment) করবে গবেষণা প্রকল্পের কাজের জন্য। প্রতিষ্ঠানের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে জানানো হয়েছে, ফেসিলিটি ফর অ্যান্টিপ্রোটন অ্যান্ড আয়ন রিসার্চ (এফএআইআর) প্রকল্পে প্রজেক্ট সায়েন্টিস্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করার সুযোগ করে দেওয়া হবে। এই পদে কারা আবেদনের যোগ্য, আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কী লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, সেই সংক্রান্ত বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।

বসু বিজ্ঞান মন্দিরে (Bose Institute) কর্মী নিয়োগ

নিয়োগকারী সংস্থা : বসু বিজ্ঞান মন্দির বা BOSE INSTITUTE

কোন পদে নিয়োগ : বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সায়েন্টিস্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।

মোট শূন্য পদের সংখ্যা : ৪টি

আরোও পড়ুন : WTC-র পয়েন্ট টেবিলে অঘটন! আচমকাই এগিয়ে গেল এই দল, বিপদের সম্মুখীন ভারত-অস্ট্রেলিয়া

গবেষণা প্রকল্পের নাম :  ইন্ডিয়াস পার্টিসিপেশন ইন দ্য কনস্ট্রাকশন অফ ফেসিলিটি ফর অ্যান্টিপ্রোটন অ্যান্ড আয়ন রিসার্চ (এফএআইআর) অ্যাট ডার্মস্টাড, জার্মানি।

শিক্ষাগত যোগ্যতা : পদার্থবিদ্যায় পিএইচডি থাকলে আবেদন করা যাবে সায়েন্টিস্ট পদে । অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন জানানোর জন্য যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে কমপক্ষে পাঁচ বছর কাজ করেছেন এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট পদে।

A great paying job is available only after graduation

বয়সসীমা : সায়েন্টিস্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর ও অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

বেতন : সায়েন্টিস্ট পদে মাসিক ৫৬ হাজার টাকা ও অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক ৩০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

Bose Institute

আবেদন পদ্ধতি : ডাকযোগে বসু বিজ্ঞান মন্দিরের রেজিস্ট্রারকে আবেদনপত্র পাঠাতে হবে। তার সাথে পাঠাতে হবে শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রের মতো অন্যান্য নথি।

আবেদনের শেষ তারিখ : ৬ই ডিসেম্বর, ২০২৪।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X