হাওড়ায় ধৃত দুই জঙ্গিই উচ্চশিক্ষিত! STF-র তদন্তে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্ক : তাঁরা দু’জনেই উচ্চশিক্ষিত। এক জন পাশ করেছিলেন এম টেক। অন্য জন, পড়াশোনা করেছিলেন কোম্পানি সেক্রেটারি হওয়ার জন্য। দু’জনেই ছিলেন বেশ মেধাবী ছাত্র। শুধু তাই নয়, অভিযুক্তরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। হাওড়ায় জঙ্গি সন্দেহে ধৃত দুই যুবককে নিয়ে এমনই অবাক করা তথ্য পেয়েছে কলকাতা স্পেশাল টাস্ক ফোর্স (STF Kolkata)। ধৃতদের শনিবার হাজির করানো হয়েছিল ব্যাঙ্কশাল আদালতে। বিচারপতি ধৃতদের ১৯ জানুয়ারি পর্যন্ত পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে মহম্মদ সাদ্দাম এবং সৈয়দ আহমেদ নামে হাওড়ার দুই যুবককে। এর মধ্যে সাদ্দাম হাওড়া থানার আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা। আহমেদ থাকতেন শিবপুর থানার গোলাম হোসেন সর্দার লেনে। জানা যাচ্ছে, দু’জনের বয়সই বছর তিরিশের মধ্যে।

stf 3

এসটিএফ সূত্রে খবর, সাদ্দাম এমটেক পাশ করেছিলেন একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর বাবা অবসরপ্রাপ্ত রেলকর্মী। অপর দিকে, আহমেদ পড়াশোনা করেছিলেন কোম্পানি সেক্রেটারি নিয়ে। তাঁর বাবার রয়েছে নির্মাণের ব্যবসা। বাবাকে ব্যবসায় সাহায্যও করতেন তিনি। এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, সাদ্দাম এবং আহমেদ দু’জনেই ভালো বন্ধু। একে অপরের বাড়িতেও যাতায়াত ছিল দু’জনের।

সাদ্দামের পরিবার জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ৭-৮ জন পুলিসকর্মী যান তাঁদের বাড়িতে। সাদ্দামের দাদা রইস আহমেদ জানান, পুলিসকর্মীদের মুখেই তাঁরা জানতে পারেন ভাইয়ের গ্রেফতার হওয়ার খবর। তাঁর দাবি, ভাল ছেলে বলে এলাকায় সুনাম রয়েছে সাদ্দামের। রইসের দাবি যে, তাঁর ভাই এই কাজের সঙ্গে যুক্ত হতেই পারে না। দু’জনরে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এসটিএফ সূত্রে খবর গিয়েছে, সাদ্দাম এবং সৈয়দের কম্পিউটারের সিপিইউ, মোবাইল এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।

Sudipto

সম্পর্কিত খবর