ম্যাচ শেষে মেসির দিকে ছোঁড়া হল বোতল! গোটা দেশের হয়ে ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ফুটবলার

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। এমনিতেই এর আগে এই ম্যাচ একটি বিশেষ কারণে উঠে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ, প্যারাগুয়ে ফুটবল সংস্থার একটি নির্দেশ অবাক করেছিল ফুটবলপ্রেমীদের। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, ওই দেশের কোনও সমর্থক আর্জেন্টিনার অথবা মেসির (Lionel Messi) নামাঙ্কিত জার্সি পড়ে মাঠে প্রবেশ করতে পারবেন না।

মেসির (Lionel Messi) দিকে ছোঁড়া হল বোতল:

তবে, এই হাইভোল্টেজ ম্যাচ শেষ হওয়ার পরেও যথেষ্ট উত্তাপ পরিলক্ষিত হল। জানিয়ে রাখি যে, এই রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনাকে পরাজিত করেছে প্যারাগুয়ে। ওই ম্যাচে প্রথমে লাউতারো মার্টিনেসের গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও তারপর প্যারাগুয়ের আন্তোনিয়ো সানাবরিয়া ও ওমার দু’টি গোল করে দলকে জিতিয়ে দেন। ওই ম্যাচে মেসিকে (Lionel Messi) তেমন ছন্দে দেখা যায়নি। তিনি বারংবার আটকে যাচ্ছিলেন প্যারাগুয়ের রক্ষণের কাছে।

Bottle was thrown at Lionel Messi.

যদিও, ওই ম্যাচটিতে আর্জেন্টিনা হেরে গেলেও সামগ্রিকভাবে যোগ্যতা অর্জন পর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্টের পরিপ্রেক্ষিতে তালিকায় সবার ওপরে রয়েছে আর্জেন্টিনা। অপরদিকে, ষষ্ঠ স্থানে রয়েছে প্যারাগুয়ে। তাদের অর্জিত পয়েন্ট হল ১৬। এদিকে, ওই ম্যাচেই আচমকা গ্যালারি থেকে মেসির (Lionel Messi) দিকে উড়ে আসে বোতল। জানিয়ে রাখি যে, ম্যাচ শেষে লিও যখন মাঠ ছাড়ছিলেন তখন গ্যালারি থেকে বেশ কয়েকটি বোতল ছোঁড়া হয় তার দিকে।

আরও পড়ুন: আর নয় জল্পনা! CSK-তে ধোনির উত্তরসূরি হতে চলেছেন এই প্লেয়ার, নাম জানালেন আকাশ

পরিস্থিতি বেগতিক দেখে তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা মেসিকে (Lionel Messi) রীতিমতো ঘিরে ফেলেন। এমনকি, সামগ্রিক বিষয়টি প্যারাগুয়ের ফুটবলারদের কাছেও খুব একটা ভালো লাগেনি। এমতাবস্থায়, খেলা শেষে প্যারাগুয়ের তারকা ফুটবলার ওমার আলদেরেত পুরো বিষয়টির জন্য মেসির কাছে ক্ষমা চেয়েছেন।

আরও পড়ুন: “বিরাট রান না করলে….”, কোহলির খারাপ ফর্ম নিয়ে বড় প্রতিক্রিয়া সৌরভের, স্পষ্ট জানালেন….

এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ওমার জানিয়েছেন, “প্রিয় মেসি (Lionel Messi), তোমার কাছে দেশের সকলের হয়ে ক্ষমা চাইছি। ম্যাচে তোমার দিকে বোতল ছোঁড়া হয়েছে। এটা আদৌ ঠিক হয়নি। বিশ্বের কোটি কোটি মানুষের কাছে তুমি আদর্শ।” এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, “আমরা এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করছি। তুমি মনে রেখো, তোমার অনুরাগীর সংখ্যা আমাদের দেশেও কম নয়।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর