নিপাট ভদ্রলোক থেকে সোজা খলনায়ক! নায়ক-নায়িকার জীবনে ঝড় তুলতে আসছেন ঋজু বিশ্বাস

বাংলা হান্ট ডেস্ক : বাংলা ইন্ডাস্ট্রির এক অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন ঋজু বিশ্বাস (Riju Biswas)। অভিনেতার প্রথম সিরিয়াল ‘বউ কথা কও’র (Bou Kotha Kou) নিখিল (Nikhil) চরিত্রটি দারুণ জনপ্রিয়তা কুড়িয়েছিল সেই সময়। এই মেগায় ঋজুর বিপরীতে মৌরী (Mouri) চরিত্রে অভিনয় করেছিলেন মানালি দে। এই জুটিকে আজও ভুলতে পারেনি বাংলার দর্শক।

আজও মানুষ চায় মানালি এবং ঋজু একসাথে ফিরুক। যদিও এখনও পর্যন্ত সেরকম কোনও সম্ভাবনার দেখা নেই। তবে ‘বউ কথা কও’র পর স্টার জলসায় আরও একটা সিরিয়ালে অভিনয় করেছিলেন অভিনেতা। এটি মূলত স্টার প্লাসের ‘দিয়া অউর বাতি হাম’ সিরিয়ালের রিমেক। এতে একজন ময়রার জীবনধারা ফুটিয়ে তুলেছিলেন ঋজু। সিরিয়ালটির নাম ছিল ‘তোমায় আমায় মিলে’।

এরপর মাঝে খানিক বিরতি নিয়ে আবারও ছোটপর্দায় ফেরেন দিল্লির ছেলে ঋজু। পর্দার নিখিল আদতে বাঙালি হলেও তার বেড়ে ওঠা রাজধানীর মাটিতে। প্রতিবছর পুজোতে সেখানেই ছুটে যান অভিনেতা। ঋজুকে শেষবার দেখা গেছিল ‘গোধূলি আলাপ’ সিরিয়ালে। এই ধারাবাহিকে তার আদি চরিত্রটি পার্শ্বচরিত্র হলেও দর্শকমহলে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছিল।

আরও পড়ুন : অস্কারজয়ী অভিনেতাকে বিশেষ পুরস্কার! সত্যজিৎ রায় সম্মাননা পাচ্ছেন হলিউড অভিনেতা মাইকেল ডগলাস

ঋজুর কেরিয়ারগ্রাফের দিকে একটু ভালো করে নজর দিলেই দেখতে পাবেন, এখনও পর্যন্ত যতগুলো সিরিয়ালে তিনি অভিনয় করেছেন তার সবকটিই নিপাট ভদ্রলোক। তবে এবার বোধহয় স্বাদ বদলের পালা। আর তাই তো অভিনেতা কামব্যাক করছেন একটি নেগেটিভ শেডের চরিত্রে। নায়ক-নায়িকার মাঝে ফাটল ধরাতেই এন্ট্রি নিচ্ছে তার চরিত্র অরুনাভ। কিন্তু সেটা কোন সিরিয়ালে?

আরও পড়ুন : মহালয়ায় মহা ধামাকা, দেব-সৃজার সঙ্গে ব়্যাম্প ওয়াকে মাতলেন সৌরভ! ভাইরাল ভিডিও

সূত্রের খবর, খুব শীঘ্রই সান বাংলার ‘ফাগুনের মোহনা’ ধারাবাহিকে অরুনাভ নামের একটি চরিত্রের হাত ধরে ফিরছেন ঋজু। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘গ্রামের রানী বীণাপাণি’ খ্যাত অভিনেত্রী অ্যানমেরি টম। সম্প্রতি নিজের এই নতুন অবতার নিয়েই এক খোলামেলা আলোচনায় বসেছিলেন ঋজু। নিজের চরিত্রের ব্রিফও দিলেন এইদিন।

আরও পড়ুন: এ কী কান্ড! মদের বোতল বুকে নিয়ে স্যান্ডি হাজির নন্দিনীর দোকানে, তারপর যা হল…

 

ঋজুর কথায়, ‘চরিত্রটা গল্পের মাঝখানে আসছে বলে প্রথমে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম। কিন্তু পরে চরিত্রের রূপরেখা জানার পর বুঝেছি আপাতত গল্প এই চরিত্রটাকে কেন্দ্র করে আবর্তিত হবে। চরিত্রটা কিছুটা ধূসর, কিন্তু তার নির্দিষ্ট কারণ রয়েছে। কোনভাবেই খলনায়ক নয়। এই চরিত্র গল্পের দিক নির্দেশ করবে।’ তবে যে চরিত্রেই তিনি ফিরুক না কেন, তার নিখিল এবং নিশিথ চরিত্রটি আজও দর্শকমননে গেঁথে রয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর