আপনার সন্তানকে পান করাচ্ছেন এই পানীয়? এখনই করুন বন্ধ! অস্বাস্থ্যকর বলে জানাল কেন্দ্র

বাংলাহান্ট ডেস্ক: ‘স্বাস্থ্যকর পানীয়ের’ (হেলথ ড্রিঙ্ক) তালিকা থেকে বাদ দিতে হবে বোর্নভিটাকে। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রক এই নির্দেশ দিয়েছে সমস্ত অনলাইন বিপণন সংস্থাকে। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, ই-কমার্স সংস্থাগুলি স্বাস্থ্যকর পানিয়ের তালিকায় রাখতে পারবে না বোর্নভিটা বা এই জাতীয় পানীয়কে।

চিনির পরিমাণ বেশি থাকায় এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, শিশু অধিকার রক্ষাকারী জাতীয় কমিশন (এনসিপিসিআর) গঠন করা হয় ২০০৫ সালের শিশু অধিকার রক্ষা কমিশন (সিপিসিআর) আইনের তিন নম্বর ধারায়। তাদের পক্ষ থেকে একটি তদন্ত করা হয় সিপিসিআর আইনের ১৪ নম্বর ধারায়।

আরোও পড়ুন: ৮টি নতুন মেডিক্যাল কলেজের অনুমোদন কি পেয়েছে পশ্চিমবঙ্গ? NMC জানাল আসল সত্যিটা

এরপর জানা যায় স্বাস্থ্যকর পানীয়র কোনও সংজ্ঞা নেই খাদ্য সুরক্ষা এবং নিয়ামক (এফএসএস) আইনে (২০০৬)। এনসিপিসিআর লক্ষ্য করে নির্ধারিত মাত্রার অনেক বেশি চিনি রয়েছে বোর্নভিটায়। সম্প্রতি ইউটিউবে এক ভ্লগার বোর্নভিটার দিকে আঙুল তুলেছিলেন। জানিয়েছিলেন, এর উপকরণগুলি স্বাস্থ্যকর নয়।

1713010877 bournvita

‘স্বাস্থ্যকর পানীয়ের’ কোনও সংজ্ঞা নেই দেশে। এফএসএসআই- এর পক্ষ থেকে চলতি মাসের শুরুতেই সমস্ত ই-কমার্স প্ল্যাটফর্মকে নির্দেশ দেওয়া হয় যে তারা যেসব পণ্য বিক্রি করছে সেইসব পণ্যের যেন সঠিক শ্রেণীকরণ করা হয়।  ‘হেলথ ড্রিঙ্ক’ হিসাবে চিহ্নিত করা যাবে না দুধজাত বা শস্যজাত পানীয়কে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর