আর মাত্র কয়েক মাস! মেট্রো চলবে হাওড়া ময়দান টু সেক্টর ফাইভ! এল বড় আপডেট

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত অংশে মেট্রো চলাচল শুরু হয়েছে গঙ্গার নিচ দিয়ে। দীর্ঘ দিন ধরে হাওড়াবাসী অপেক্ষায় ছিলেন এই মেট্রোর। এই মেট্রো লাইন শুরুর সাথে সাথে কলকাতা মেট্রোর মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। ইতিহাস তৈরি করেছে কলকাতা মেট্রো।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো অংশটি দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সিস্টেম হয়ে উঠেছে। গত ১৫ই মার্চ থেকে বাণিজ্যিকভাবে মেট্রো চলাচল করছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে। যদিও তার অনেক আগেই মেট্রো পরিষেবা শুরু হয় শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত। এখন সকলের অপেক্ষা হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলের।

আরোও পড়ুন : মে মাসেই মিলবে বকেয়া DA, কত দিনের? হঠাৎই বিরাট ঘোষণা করে দিল রাজ্য সরকার

এসপ্লানেড থেকে শিয়ালদা পর্যন্ত রুট বন্ধ রাখা হয়েছে বউবাজারে টানেল বিপর্যয়ের  জন্য। এবার রেলের পক্ষ থেকে সেই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর, মেরামতির কাজ শুরু হয়েছে বউবাজারে ক্ষতিগ্রস্ত টানেলের। আশা করা হচ্ছে এই কাজ শেষ হয়ে যাবে আগামী অক্টোবর মাসের মধ্যেই।

আরোও পড়ুন : পুরুষাঙ্গ পরীক্ষা করে তবেই CAA-তে নাগরিকত্ব দেওয়া হোক! প্রাক্তন রাজ্যপালের মন্তব্যে বিতর্কের ঝড়

সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হয়ে যেতে পারে নভেম্বর-ডিসেম্বর থেকে। উত্তর ২৪ পরগনা-কলকাতা-হাওড়া সংযোগকারী মেট্রো করিডরে পরিষেবা শুরু হয়ে যেতে পারে বড়দিনের আগেই। আর এই মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে আমজনতা যে কতটা উচ্ছ্বসিত হবে তা বলাই বাহুল্য।

kolkata metro line 2 0 1200

টানেল বোরিং মেশিনের (টিবিএম) মাধ্যমে মাটি কাটার সময় বউবাজার এলাকায় মাটিতে ধ্বস নামে। সেই সময় ক্ষতিগ্রস্ত হয় টানেল একটা বড় অংশ। এরপর সেখানে জল প্রবেশ করে বন্ধ হয়ে যায় মাটির নিচের কংক্রিটের রাস্তা। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সংযোগকারী এই টানেল মেরামতি করার জন্য চলছে ‘রেট্রো ফিটিং’-এর কাজ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর