বাংলা হান্ট ডেস্ক : নাম কমল কুমার, যদিও তিনি সেলিব্রিটি নন তাই তাকে দেখে চেনার উপায় নেই কে মার নাম শুনে বোঝার উপায় নেই তিনি কে৷ যদিও তিনি এক সময় আমাদের জাতীয় পর্যায়ের সেরা বক্সার ছিলেন৷ জেলা স্তরে স্বর্ণ পদক জিতেছিলেন তিনি৷ নব্বইয়ের দশকে কমলকুমারের নাম আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল কিন্তু মাঝপথেই থেমে যায় তাঁর এগিয়ে যাওয়ার স্বপ্ন৷ বর্তমানে পেট চালানোর জন্য এই জাতীয় স্তরের বক্সার এখন রিকশা চালাচ্ছেন৷ তাই তাঁর সমস্ত কেরিয়ার এখন কার্যত আবর্জনা স্তূপে পরিণত হয়েছে৷
যদিও এতেই ভারতীয় অ্যাথলিটদের কাছে খুব পরিচিত গল্প৷ সম্প্রতি এই ঘটনা অনেক বাড়ি ঘটেছে৷ অভাবের টানে নিজেদের সাফল্য চাপা পড়ে গেছে এবং স্বপ্নকে পিছনে ফেলে পেটের টানে এগিয়ে যেতে বাধ্য হয়েছেন তাঁরা৷ তাঁদের তালিকাতেই পড়েন কমল কুমার৷ যিনি এক সময় কোচ হয়ে ওঠার চেষ্টা করেছিলেন এবং আশাও ছিল যথেষ্ট কিন্তু অর্থের অভাবে তা আর শেষ অবধি সফল হয়নি৷ তাই কমল এখন চান তাঁর ছেলে যেন বক্সিংয়ে এক অন্য নাম হয়ে উঠতে পারে তাই ছেলের ভবিষ্যত সুদৃঢ় করতে সরকারের থেকে লোন নেওয়ার চেষ্টা করছেন তিনি যদিও এখনও সদুত্তর পাননি৷
তবে একটি উদীয়মান কেরিয়ার কীভাবে শেষ হয়ে যায় নিমেষেই তার এক জ্বলন্ত উদাহরণ কমলকুমার এমনটা বলা যেতেই পারে৷ শুধু কমল কুমার নন এ রকম অনেক অ্যাথলিট রয়েছেন যাঁরা তাঁদের কেরিয়ারের মাঝ লগ্নে কিংবা শুরুতে অর্থের অভাবে পিছিয়ে গিয়েছেন থমকে গিয়েছেন৷