বাংলা হান্ট ডেস্ক : দিন বদলাচ্ছে, তার সাথে বদলাচ্ছে মানুষের জীবনধারা। অবশ্য পরিবর্তনের অপর নামই যে জীবন সেকথা সকলেরই জানা। কিন্তু তাই বলে মায়ের বকুনির কারণে আত্মহত্যার (Suicide) পথ বেছে নিতে হবে! সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশের (Uttar Pradesh) কানপুর। মায়ের বকুনি খেয়ে নিজের জীবনকেই শেষ করে দিল নয় বছরের এক বালক (Child)।
শনিবারই এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় শোকাহত এলাকাবাসী। মাত্র নয় বছরের এক বালকের ক্রোধ ও অভিমান কতটা মারাত্মক হতে পারে যে সে এইরকম পদক্ষেপ নিয়ে ফেলল। এই প্রশ্নেরই উত্তর খুঁজে বেড়াচ্ছে এলাকাবাসী।
পুলিশ সূত্রে খবর, মৃত বালক তৃতীয় শ্রেণির ছাত্র। স্কুল থেকে বিকেলে বাড়ি ফেরার পর তাকে খাবার দিয়েছিলেন তার মা। তার ভাই খেতে বসে গেলেও সে খাবার ফেলে সাইকেল নিয়ে বেরিয়ে যায়। মা এসে সেটা দেখলে তিনিও পেছন পেছন ছোটেন। খাবার ফেলে আসার জন্য খানিক বকাবকিও করেন।
জানা যাচ্ছে, রাগে সে দিন রাতেও কিছু খায়নি বালকটি। এরপর বাড়ির শৌচাগারে গিয়ে গলায় স্কুলের টাইয়ের ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেয় সে। এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। অতিরিক্ত ডিসি অশোক কুমার সিংহ জানিয়েছেন, বালকটি আত্মহত্যা করেছে।