বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা, বেধড়ক ঠেঙ্গানি দিলো এলাকাবাসী

বাংলা হান্ট ডেস্ক: বিয়ে করার দাবিতে, প্রেমিকার বাড়ির সমানে ধরনা দিতেই, হিতে বিপরীত হলো যুবকের সাথে। এলাকার লোকের কাছে বেধড়ক মার খেয়ে ৫টি সেলাই পড়ল প্রেমিক রাকেশ রায়ের মাথায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়িতে। প্রেমিক রাকেশ রায় এখন হাসপাতালে ভর্তি।

শুক্রবার বিকেলে এই ঘটনার সূত্রপাত ঘটে। ধূপগুড়ি সাকোয়াঝোড়া এলাকার রাজধানী পাড়া এলাকার বাসিন্দা পুষ্প রায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিল রাকেশ রায় নামে ওই যুবক। দুজনে বিয়েও করতে চায় ভবিষ্যতে। কিন্তু কোনো চাকরি করে না রাকেশ, আর মেয়ের বাড়ি থেকে বেকার ছেলের সাথে বিয়ে দেওয়ায় আপত্তি ছিল যথেষ্ট।

5d22f 197981 2

শেষমেষ শুক্রবার বিকেলে প্রেমিকার বাড়ির সামনে, তাদের দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি একটি প্ল্যাকার্ডে সাঁটিয়ে ধরনায় বসে প্রেমিক রাকেশ। এরপর কিছুক্ষণের মধ্যেই, পুষ্পর বাড়ির লোক এলাকাবাসীদের সাথে নিয়ে বেধড়ক মারধর করে রাকেশকে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতাল।

রাকেশ জানায়, দুবছর ধরে চলছে তাদের এই প্রেমালাপ। তারা দুজনেই সেকেন্ড ইয়ারে পড়ে। পুষ্পর বাড়ির লোক তাদের বিয়ে দেবে না বলে, প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাবও দেয় রাকেশ। কিন্তু পুষ্প রাজি না হওয়ায় শেষমেষ তার বাড়ির সামনে গিয়ে ধরনায় বসে সে। পুষ্পর পরিবার এই ঘটনা নিয়ে কোনো কথাই বলেননি।

সম্পর্কিত খবর