“নরেন্দ্র মোদীর মতো লোকেদের ফাঁসিতে ঝুলিয়ে দেব”- ভাইরাল হলো এক বাচ্চার ভিডিও

Published On:

অরাজকতা ছড়ানোর জন্য দেশে যে কোনো ধরনের ঘটনা ঘটুক, সবক্ষেত্রেই উপদ্রবীরা তাদের টার্গেট হিসেবে নরেন্দ্র মোদীকে করছে এর প্রমাণ বার বার মিলছে। শাহীনবাগের পর এখন কৃষক আন্দোলন এক অন্য রূপ নিয়েছে। যে ধরনের অভদ্র কর্মকান্ড শাহীনবাগে দেখা মিলছিল এখন সেই ধরনের ঘটনা কৃষক আন্দোলন থেকে উঠে আসছে।

নরেন্দ্র মোদীকে প্রাণে মারার হুমকি দেওয়া হোক বা প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করা হোক, লাগাতার এই ধরণের ঘটনা সামনে এসেছে। সম্প্রতি কৃষক আন্দোলন থেকে এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক বাচ্চাকে দিয়ে প্রধানমন্ত্রী মোদীর উপর কটূ মন্তব্য করানো হয়েছে।

ভাইরাল ভিডিওতে বাচ্চাকে বলতে দেখা যাচ্ছে, “আমি বড়ো হয়ে IAS হতে চাই, কারণ আমার জেলায় যদি মোদীর মতো লোকজন থাকে তাদের আমি ফাঁসি দিতে চাই। আমি মনে করি মোদী টাকা লুটে পালিয়ে যাবে”
ভাইরাল ভিডিওতে একজন ওই বাচ্চাকে এও জিজ্ঞাসা করে যে সে এসব কোথায় থেকে জেনেছে। উত্তরে পাগড়ি পরিহিত বাচ্চাটি বলে- আমি NDTV, BBC এবং অন্য ইন্টারন্যাশনাল নিউজ থেকে এসব জানতে পেরেছি।

ভাইরাল ভিডিওটি টুইটারে আলু বড়া নামের এক টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে ভিডিওটি ডাউনলোড করে নিজের একাউন্ট থেকে পোস্ট করেছেন এবং লিখেছেন- নিজের ছেলে মেয়েকে NDTV, BBC থেকে দূরে রাখুন। জানিয়ে দি, শাহীবাগেও CAA বিরোধী আন্দোলনের সময় এই একইভাবে বাচ্চাদের দিয়ে ভুলভাল মন্তব্য করানো হয়েছিল।

সম্পর্কিত খবর

X