ফ্লপ করাতেই হবে ‘পাঠান’, শাহরুখের জন্মদিনেই ফের সক্রিয় বয়কট বলিউড ট্রেন্ড

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বুধবার সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই নাম, শাহরুখ খান (Shahrukh Khan)। জন্মদিন উপলক্ষে অনুরাগীরা ভালবাসায় ভরিয়েছেন অভিনেতাকে। ফেরত উপহার হিসাবে ‘পাঠান’ (Pathan) এর টিজার শেয়ার করে সবাইকে চমকে দিয়েছেন কিং খান। চার বছর পর প্রিয় অভিনেতাকে বড়পর্দায় ফেরত পেয়ে এসআরকে অনুরাগীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি বলিউডের বয়কট ট্রেন্ডও ফের তেড়েফুঁড়ে উঠেছে।

বুধবার শাহরুখের ৫৭ তম জন্মদিন উপলক্ষে যশরাজ ফিল্মসের তরফে প্রকাশ্যে আনা হয়েছে পাঠান এর অফিশিয়াল টিজার ভিডিও। এক মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওর পরতে পরতে ছড়িয়ে দমদার অ্যাকশন। নতুন লুকে শাহরুখকে দেখে উচ্ছ্বসিত নেটনাগরিকরা। কেউ কেউ এখন থেকেই ঘোষনা করে দিয়েছেন, পাঠান ব্লকবাস্টার হবে।


আবার এর বিপরীত দৃশ্যও দেখা গিয়েছে। কয়েক মাস আগে পর্যন্তও বলিউড ছবি এবং অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে বয়কটের ডাক উঠছিল নিয়মিত। মাঝে কিছুদিন বিতর্ক স্তিমিত থাকলেও এখন পাঠান টিজার মুক্তি পেতেই ফের শুরু হয়েছে বয়কটের ডাক।

একজন লিখেছেন, ‘বলিউডকে বয়কট করতে হবে। যশরাজ ফিল্মসের তিনটি ছবি ফ্লপ হয়েছে। এটাও করতে হবে’। আবার কারোর অভিযোগ, হলিউডের মার্ভেল সিরিজ থেকে ঝেঁপে পাঠান বানিয়েছেন শাহরুখ। এমনকি অনেকে দেশদ্রোহীর তকমা দিয়েও শাহরুখের ছবি বয়কট করার ডাক দিতে বলেছেন।

https://twitter.com/mituldoshi3/status/1587690463527510017?s=20&t=p8PPojgEqrldj820xoGh5A

প্রসঙ্গত, পাঠান টিজার থেকে জানা যাচ্ছে, আগের মিশনে পাঠান ওরফে শাহরুখ ধরা পড়ে। প্রচণ্ড নির্যাতন করা হয় তাঁর উপরে। গত ৩ বছর ধরে কেউ জানেও না সে বেঁচে আছে কী নেই। এরপরেই পাঠান রূপী শাহরুখকে বলতে শোনা যায়, বেঁচে আছে।

টিজারে পাঠান শাহরুখের পাশাপাশি নায়িকা দীপিকা পাডুকোনের লাস‍্যময়ী অবতার এবং খলনায়ক জন আব্রাহামেরও দেখা মিলেছে। ক‍্যাপশনে শাহরুখ লিখেছেন, সিটবেল্ট বেঁধে নিন। পাঠান এর টিজার মুক্তি পেয়েছে।

সম্পর্কিত খবর

X