বড়সড় চমক দিয়ে IPL সেরা একাদশ বেঁছে নিলেন ব্রাড হগ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন অস্ট্রেলিয়ান বাঁহাতি স্পিনার ব্রাড হগ বেঁছে নিলেন তার পছন্দের 2020 আইপিএল সেরা একাদশ। আইপিএলের সেরা একাদশ বাঁছতে গিয়ে ব্রাড হগ দিলেন বেশ কিছু চমক। তিনি তার সেরা একাদশে রাখেননি এবার আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা কিংস ইলেভেন পাঞ্জাব এর অধিনায়ক কে এল রাহুলকে।

এখনো পর্যন্ত এবার আইপিএলে সবথেকে বেশি রান করা ব্যাটসম্যান হলেন পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল। আইপিএলে অরেঞ্জ ক্যাপের মালিক তিনি। এবার গ্রুপ পর্বেই আইপিএল সফর শেষ হয়ে গিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের। প্লে অফে পৌঁছাতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু মাত্র 14 ম্যাচ খেলেই রাহুল যে রান করেছেন সেটা এখনো পর্যন্ত ভাঙতে পারেনি আইপিএলের কোন ব্যাটসম্যান। আর এই রাহুলকেই নিজের সেরা একাদশে রাখেননি ব্র্যাড হগ।

দেখে নিন ব্রাড হগের আইপিএল 2020 সেরা একাদশ:
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, সূর্য কুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, ইয়ন মর্গ্যান, হার্দিক পান্ডিয়া, জোফ্রা আর্চার, রাশিদ খান, মহম্মদ সামি, জাসস্প্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

X