বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে করোনার ভয়াবহ পরিস্থিতির জন্য 29 টি ম্যাচ খেলার পরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় এই বছরের আইপিএল। ফের আইপিএল আয়োজন করার ইচ্ছা থাকলেও এখনই সেটা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিসিসিআই। তবে আইপিএলের যত গুলি ম্যাচ হয়ে গিয়েছে সেই ম্যাচ গুলির পারফরমেন্সের উপর ভিত্তি করে এবার আইপিএলের সেরা একাদশ বেছে নিলেন প্রাপ্তন অজি তারকা ব্র্যাড হগ।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কাঁধে গুরুতর চোট পেয়ে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার এর অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় ঋষভ পন্থের কাঁধে। সেই দায়িত্ব খুবই সুন্দরভাবে পালন করেছেন পন্থ। আইপিএল স্থগিত হওয়ার আগে পর্যন্ত আটটি ম্যাচ খেলে ছটি ম্যাচে জয় তুলে নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ছিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের অধিনায়কত্বে মুগ্ধ হয়ে ব্র্যাড হগ তার আইপিএল দলের অধিনায়ক করেছেন পন্থকেই।
এক নজরে দেখে নেওয়া যাক ব্র্যাড হগের পছন্দের সেরা আইপিএল একাদশ:-
শিখর ধাওয়ান, পৃথ্বী শ, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, এবি ডিভিলিয়ার্স, রবীন্দ্র জাদেজা, স্যাম কারণ, রশিদ খান, রাহুল চাহার, আবেস খান, জাসপ্রিত বুমরাহ।