বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি বিরাট কোহলির অধিনায়কত্বে বারবার খুব কাছে গিয়েও আইসিসি ট্রফি জিততে ব্যর্থ হচ্ছে ভারত। গত আট বছরে ভারতে কোন আইসিসি ট্রফি আসেনি। প্রতিটা টুর্নামেন্টের সেমিফাইনালে না হলে ফাইনালে গিয়ে হারতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্ব জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে ভারতের।
ভারতীয় দলের বারবার এই পরাজয়ের ব্যাপারে এবার মুখ খুললেন কিংবদন্তি অজি স্পিনার ব্রাড হগ। নিজের ইউটিউব চ্যানেলের হগ বলেছেন, ” ভারতীয় ব্যাটসম্যানরা প্রয়োজনের তুলনায় বেশি চাপ নিয়ে ফেলছে এবং তাদের থেকে অনেক বেশি প্রত্যাশা করছে ভারতীয় সর্মথকরা। কারণ বর্তমানে ভারতীয় দলের কোটি কোটি ফ্যান ফলোয়ার রয়েছে। আর এই চাপের ফলে তারা বারবার বড় ম্যাচে রান করতে ব্যর্থ হচ্ছে।”
এছাড়াও হগ বলেছেন ভারতীয় সমর্থকরা ক্রিকেটকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। ক্রিকেটে তাদের কাছে সবকিছু। তাই যেকোন হার তাদেরকে অনেক বেশি আঘাত করে। আর এই সমস্ত মানসিক চাপের প্রভাব ভারতীয় ক্রিকেটারদের উপরও পড়ছে।
হগের মতে এটি মানসিক মনস্থিরের সঙ্গে সম্পর্কযুক্ত। রবি শাস্ত্রী এবং অন্যান্যরা দ্রুত এই বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করবে এবং ভারত এই কঠিন পরিস্থিতি কাটিয়ে আরও অনেক বেশি উন্নতি করবে।