একটি টিকিটের দামই ২১০০ টাকা! দেড় লাখের বেশি টিকিট বিক্রি করে মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ব্রহ্মাস্ত্র’

বাংলাহান্ট ডেস্ক: আর কয়েক ঘন্টার অপেক্ষা। আগামীকাল ৯ সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর (Ranbir Kapoor) আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। মুক্তির আগে দু রকম প্রবণতা দেখা যাচ্ছে নেটপাড়ায়। বয়কট বাহিনী এখনো সোচ্চার ব্রহ্মাস্ত্রর বিরুদ্ধে। নিত‍্য নতুন অভিযোগে বিদ্ধ হচ্ছেন রণবীর আলিয়া। অন‍্যদিকে ব্রহ্মাস্ত্রর আগাম টিকিট বুকিংয়ের হিসেব বলছে অন‍্য কিছু।

বেশ কিছুদিন আগে থেকেই ছবির আগাম টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছিল। আর লালমোহন বাবুর ভাষায় বলতে গেলে টিকিট ‘সেলিং লাইক হট কচোরিজ’! হ‍্যাঁ, একদিকে যখন ব্রহ্মাস্ত্র বয়কটের ডাকে নেটপাড়া উত্তাল, তখন অন‍্যদিকে এই ছবিরই টিকিট বিক্রি হচ্ছে ঝড়ের মতো। চলতি বছরের হিন্দি ছবির আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ব্রহ্মাস্ত্র‌। ব্লকবাস্টার হিট ‘ভুলভুলাইয়া ২’কেও ছাপিয়ে গিয়েছে এই ছবি।

Brahmastra bollywood
খবর বলছে, এখনো পর্যন্ত ১.৫০ লাখের থেকেও বেশি টিকিট বিক্রি হয়েছে। তিনটি ন‍্যাশনাল চেনে প্রথম সপ্তাহান্তে আড়াই লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। টাইগার জিন্দা হ‍্যায়, সঞ্জু, সুলতান, দঙ্গলের মতো ব্লকবাস্টার ছবিকে এবার টেক্কা দিতে চলেছে ব্রহ্মাস্ত্র।

ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের বেশিরভাগ টিকিট ইতিমধ‍্যেই বিক্রি হয়ে গিয়েছে। দিল্লির পিভিআর সিলেক্ট সিটি ওয়াক এর কিছু সিটের টিকিট বিক্রি হয়েছে ২১০০ টাকায়! এখনো পর্যন্ত ব্রহ্মাস্ত্রর ক্ষেত্রে এটাই সবথেকে বেশি দামের বিক্রি হওয়া টিকিট। মুম্বইয়ে সবথেকে বেশি দামের বিক্রিত টিকিট ১০৫০ টাকার।

তিন খণ্ডের একটি ট্রিলজি হতে চলেছে ব্রহ্মাস্ত্র। প্রথম খণ্ড ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ মুক্তি পেতে চলেছে আগামীকাল। অয়ন মুখার্জি পরিচালিত ছবিটির মুখ‍্য চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন। এছাড়াও দেখা যাবে মৌনি রায়, নাগার্জুন এবং একটি ক‍্যামিও চরিত্রে শাহরুখ খানকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর