দক্ষিণী তারকাদের সাহায‍্য নিয়ে দক্ষিণকেই নকল! ‘ব্রহ্মাস্ত্র’ ফ্লপ হওয়া থেকে বাঁচতে মরিয়া রণবীর-আলিয়া

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রে এখন শুধু দক্ষিণী ছবিরই (South Film) রমরমা। বলিউড (Bollywood) রীতিমতো ধুঁকছে। লকডাউনের পর থেকে যেন শনির দশা চলছে হিন্দি ইন্ডাস্ট্রিতে। একের পর এক ছবি ফ্লপ হচ্ছে বলিউডের। এর মাঝেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রাজত্ব শুরু করার চেষ্টা করছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)।

অতি সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) ছবির ট্রেলার। দক্ষিণের অনুকরণে প‍্যান ইন্ডিয়া ছবি তৈরির চেষ্টা করছে বলিউডও। ব্রহ্মাস্ত্রর ট্রেলারেই মিলেছে তার আভাস। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ব্রহ্মাস্ত্রর হাত ধরেই দক্ষিণী ছবির বাজারে নিজের জায়গা কায়েম করার স্বপ্ন দেখছেন রণবীর।

1655273781 brahmastra 1
অভিনেতা বলেন, ছবির গল্প সবসময় বেশি গুরুত্ব পায় সেটা যেকোনো ভাষাতেই তৈরি হোক না কেন। দক্ষিণ ভারতে বলিউডি ছবির টিকে থাকা যথেষ্ট কঠিন ব‍্যাপার। ব্রহ্মাস্ত্রর মাধ‍্যমেই দক্ষিণে বলিউডের জয়যাত্রা শুরু হোক, এমনটাই চান রণবীর।

অভিনেতার কথায়, “গত কয়েক বছরে তামিল ও তেলুগু ছবির মতো বাজারেও জায়গা করতে পারেনি বলিউড। ওই দর্শকরা কী ধরনের ছবি পছন্দ করে সেটা বোঝা একটু কষ্টসাধ‍্য। কিন্তু এখন আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে হিন্দি ছবির দর্শকেরা তামিল, তেলুগু ছবি দেখা পছন্দ করছেন। তাই আমরা একটি প‍্যান ইন্ডিয়া ছবি বানানোর চেষ্টা করছিলাম।”

রণবীর জানান, বলিউডের ছবি দক্ষিণে পৌঁছানোর জন‍্যও দক্ষিণের সাহায‍্য নিতে হয়েছে। ছবিতে অভিনয় করেছেন সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি। তেলুগু অংশের জন‍্য ডাবিং করেছেন আরেক সুপারস্টার চিরঞ্জিবী। এখানেই শেষ নয়। দক্ষিণের সঙ্গে ব্রহ্মাস্ত্রর আরো মিল পেয়েছে দর্শকরা।

ট্রেলারের থিম মিউজিকের সঙ্গে ব্লকবাস্টার ‘আর আর আর’ এর থিম মিউজিকের মিল পেয়েছেন অনেকেই। আর সবথেকে বড় ব‍্যাপার, দক্ষিণী প‍্যান ইন্ডিয়া ছবিগুলির মতো ব্রহ্মাস্ত্রকেও তিনটি ভাগে ভেঙেছেন পরিচালক অয়ন মুখোপাধ‍্যায়। দক্ষিণকে নকল করেও শেষরক্ষা হয় কিনা তার উত্তর মিলবে আগামী ৯ সেপ্টেম্বর।


Niranjana Nag

সম্পর্কিত খবর