বলিউডের তুরুপের তাস ‘ব্রহ্মাস্ত্র’, প্রথম দিনেই ৭৫ কোটি টাকার ব‍্যবসা করে ইন্ডাস্ট্রির হাল ফেরালেন রণবীর-আলিয়া

বাংলাহান্ট ডেস্ক: ‘ব্রহ্মাস্ত্র’র (Brahmastra) উপরে বাজি রেখেছিলেন অনেকেই। এই ছবি বলিউডের মরা গাঙে জোয়ার আনতে পারে, এমনটাই ভেবেছিলেন পরিচালক, প্রযোজক থেকে ফিল্ম বিশেষজ্ঞরা। ৪০০ কোটি টাকার বেশি বাজেটে গত প্রায় দশ বছর ধরে ব্রহ্মাস্ত্র তৈরি করেছেন পরিচালক অয়ন মুখার্জি। পরিশ্রমের ফল তিনি পাবেন কিনা তা নিয়ে চিন্তায় ছিলেন ছবির নির্মাতারা।

উপরন্তু ব্রহ্মাস্ত্রর প্রথম রিভিউও তেমন ভাল আসেনি। কিন্তু ছবির বক্স অফিস সংগ্রহ রীতিমতো চমকে দিল সবাইকে। প্রথম দিনে হিন্দি সংষ্করণে মোট ৩১.৫-৩২ কোটি টাকা তুলেছে ব্রহ্মাস্ত্র। সেই সঙ্গে সাড়ে চার কোটি টাকা তুলেছে অন‍্যান‍্য ভাষায়, যা কোনো হিন্দি ছবির ক্ষেত্রে এই প্রথম।

Brahmastra review
সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে সাড়ে ৩৬ কোটি টাকা তুলেছে ব্রহ্মাস্ত্র। কোনো অরিজিনাল হিন্দি ছবির নন হলিডে রিলিজের ইতিহাসে এই অঙ্ক প্রথম। সকালের শো গুলিতে ১০০ র-ও বেশি দর্শক থাকছে প্রেক্ষাগৃহে‌। বিগত এক বছরে এ দৃশ‍্য ভুলতেই বসেছিল বলিউড। বরং দর্শকের অভাবে সকালের শো গুলি বন্ধই হয়ে গিয়েছিল একাধিক ছবির। ব্রহ্মাস্ত্র ফিরিয়ে আনল বলিউডের সুদিন।

সোশ‍্যাল মিডিয়ায় সারা বিশ্বের ব‍্যবসার অঙ্ক শেয়ার করেছেন অয়ন। প্রথম দিনে বিশ্ব বাজারে ৭৫ কোটি টাকা তুলেছে ব্রহ্মাস্ত্র। তিনি লিখেছেন, ‘কৃতজ্ঞতা, উত্তেজনা, আশা। যে যেখানেই ব্রহ্মাস্ত্রর অভিজ্ঞতা নিতে গিয়েছেন সকলকে ধন‍্যবাদ। আমাদের ছবি দেখার সংষ্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন। আগামী দিনগুলোর দিকে আশা নিয়ে তাকিয়ে।’

প্রসঙ্গত, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা প্রায় ৪০০-৫০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে। হিন্দি ছাড়াও ইংরেজি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান। যে মাপে ছবিটি তৈরি হয়েছে তাতে এটা স্পষ্ট যে দ্বিতীয় অংশটিও এমনি বড় বাজেটেই তৈরি হবে।

যদিও প্রথম ছবিতে মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শকদের। ছবির VFX দুর্দান্ত, একথা সকলেই স্বীকার করেছেন। অমিতাভ বচ্চন, নাগার্জুনের পারফরম‍্যান্স নিয়ে কোনো সন্দেহ প্রকাশের জো নেই। ছবিতে প্রচুর চমকও রয়েছে। কিন্তু প্রাণটাই নেই!

নেটনাগরিকদের অনেকেই, এমনকি নামী ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও হতাশ ব্রহ্মাস্ত্র নিয়ে। ছবিটিকে ৫ এর মধ‍্যে মাত্র ২ রেটিং দিয়ে তাঁর বক্তব‍্য, ব্রহ্মাস্ত্র প্রচণ্ড রকম ভাবে হতাশ করেছে। খেলা ঘুরিয়ে দিতে পারত, কিন্তু ব‍্যর্থ করল। অয়ন মুখার্জি ৫ বছর ধরে এমন একটা ছবির গল্পে কাজ করল যার কোনো প্রাণই নেই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর