বাংলাহান্ট ডেস্ক: চূড়ান্ত উন্মাদনার পর শুক্রবার, ৯ সেপ্টেম্বর মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ছবিটিকে ঘিরে বিগত কয়েক বছর ধরেই জল্পনা কল্পনার শেষ নেই। দীর্ঘ ৫ বছর ধরে শুটিং চলেছে ব্রহ্মাস্ত্রর। ৪০০ কোটি টাকা, কলাকুশলীদের পরিশ্রম আর পরিচালক অয়ন মুখার্জির ধৈর্যের কী দাম দিল দর্শকরা? ব্রহ্মাস্ত্রর প্রথম রিভিউ এসে গিয়েছে প্রকাশ্যে।
নেটপাড়ায় বয়কটের ঢেউ সামলেই আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছিল ব্রহ্মাস্ত্র। চলতি বছরের সবথেকে বেশি আগাম টিকিট বুকিং হয়েছিল ব্রহ্মাস্ত্রর, যা ছাপিয়ে গিয়েছিল ব্লকবাস্টার ‘ভুলভুলাইয়া ২’কেও। এই ছবিই বলিউডের মরা গাঙে বান নিয়ে আসবে, আশায় বুক বাঁধছিল ‘রালিয়া’ ভক্তরা। আশা পূরণ করল ব্রহ্মাস্ত্র নাকি জল ঢেলে দিল?
ব্রহ্মাস্ত্রর প্রাথমিক রিভিউ এসে মিশ্র। একাংশের ছবিটি দুর্দান্ত লেগেছে, অন্যদের দাবি ‘অতীব জঘন্য’। অনেকে ব্রহ্মাস্ত্রর ‘ফ্যান স্ক্রিনিং’এ দেখেছেন, অনেকে আবার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছেন। কিন্তু প্রতিক্রিয়া আসছে মিশ্র। ছবির VFX দুর্দান্ত, একথা সকলেই স্বীকার করেছেন। অমিতাভ বচ্চন, নাগার্জুনের পারফরম্যান্স নিয়ে কোনো সন্দেহ প্রকাশের জো নেই। ছবিতে প্রচুর চমকও রয়েছে। কিন্তু প্রাণটাই নেই!
#OneWordReview…#Brahmāstra: DISAPPOINTING.
Rating: ⭐⭐#Brahmāstra is a king-sized disappointment… High on VFX, low on content [second half nosedives]… #Brahmāstra could’ve been a game changer, but, alas, it’s a missed opportunity… All gloss, no soul. #BrahmāstraReview pic.twitter.com/5EOKJrtbiY— taran adarsh (@taran_adarsh) September 9, 2022
#Brahmastra – ⭐️⭐️⭐️
VISUAL EXTRAVAGANZA fronted by world class VFX & action. Story glorifies Indian ancient history & mythology.
First Half is very good while 2nd half is average though climax ends on a satisfactory note. #SRK cameo is the highlight . #BrahmastraReview pic.twitter.com/Z3CFR3cAfA
— Sumit Kadel (@SumitkadeI) September 9, 2022
নেটনাগরিকদের অনেকেই, এমনকি নামী ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও হতাশ ব্রহ্মাস্ত্র নিয়ে। ছবিটিকে ৫ এর মধ্যে মাত্র ২ রেটিং দিয়ে তাঁর বক্তব্য, ব্রহ্মাস্ত্র প্রচণ্ড রকম ভাবে হতাশ করেছে। খেলা ঘুরিয়ে দিতে পারত, কিন্তু ব্যর্থ করল। অয়ন মুখার্জি ৫ বছর ধরে এমন একটা ছবির গল্পে কাজ করল যার কোনৌ প্রাণই নেই।
My friend who watched #Brahmastra ignoring all my warnings said, "It is an assualt on all senses. BGM is too loud & everything is so bloody red in d movie that your eyes start hurting after a point. It is a pointless film that has nothing to do with Hinduism." #BrahmastraReview
— Anshul Singh (@anshulksingh) September 8, 2022
আরেক ট্রেড অ্যানালিস্ট তথা ফিল্ম সমালোচক সুমিত কাদেলও ব্রহ্মাস্ত্র দেখে হতাশ। মাত্র তিন রেটিং দিয়েছেন তিনি। ব্রহ্মাস্ত্র দেখে নাকি মাথা ধরে যাওয়ার জোগাড় হবে। বেশিরভাগ ফিল্ম সমালোচকরাই নাখুশ ব্রহ্মাস্ত্র নিয়ে। বাজেট, স্টারকাস্ট সব থাকা সত্ত্বেও চিত্রনাট্যে মার খেয়ে গেল ছবি। ৪০০-৫০০ কোটি টাকা বাজেটের ছবি এভাবে হিট হয় নাকি ফ্লপ হয় সেটা জানা যাবে এক দুদিনের মধ্যেই।