বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (yogi adityanath) পিণ্ডদানের একটি ভিডিও ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়। যার পরেই গ্রেফতার করা হয় এসপি নেতা ব্রিজেশ যাদবকে। গঙ্গা পুজোর নাম করে ৫ ব্রাহ্মণকে ডেকে পুজোর পর সেখানে যোগীর ছবি এডিট করে পিণ্ডদানের গুজব ছড়াচ্ছিল বলে অভিযোগ।
ঘটনার বিষয়ে ছাপড়া গ্রামের পাঁচ পণ্ডিত জানিয়েছেন, গত ৮ ই মার্চ গঙ্গা এবং ব্রাহ্মণ পুজো করার জন্য ৫ পণ্ডিতের কাছে গিয়েছিলেন এসপি নেতা ব্রিজেশ যাদব। মন্টু পান্ডে, রাম দর্শন পান্ডে, সুধাকর মিশ্র, শ্রী কৃষ্ণ পান্ডে এবং ডাল ছাপড়া গ্রামের সত্যেনসেন তিওয়ারিকে পুজোর জন্য রাজীও করান।
এই ৫ জন পন্ডিতকে গাড়ি করিয়ে পাচারুখিয়া গঙ্গার ঘাটে নিয়ে গিয়েছিলেন ব্রিজেশ এবং তার ভাই বাবলু যাদব। তারপর সেখানে গিয়ে ভক্তি ভরে পুজো অর্চনা করে ব্রাহ্মণদের দান ধ্যান করেন দুহাত ভরে। সেইসঙ্গে গোটা পুজর ঘটনার সুন্দর করে ভিডিও করেন ব্রিজেশ যাদব, এমনটা জানিয়েছেন ব্রাহ্মণরা।
এরপর তাদের সসম্মানে বাড়িও পাঠিয়ে দেন তাঁরা। তারপরই ঘটে যত বিপত্তি। গঙ্গা পুজোর ভিডিওতে মুখ্যমন্ত্রী যোগীর ছবি এডিট করে বসিয়ে মুখ্যমন্ত্রীর পিণ্ডদানের একটি নকল ভিডিও বানায় তাঁরা। তারপর সেটিকে স্যোশাল মিডিয়ায় ভাইরাল করে।
এইদিকে ব্রিজেশ এবং তার ভাই বাবলু যাদবের এই পরিকল্পনার কোথা ঘুণাক্ষরেও ঠাহর করতে পারেননি ব্রাহ্মণরা। তাঁরা পরবর্তীতে অন্যদের থেকে গোটা বিষয়টা জানতে পারায় খুবই ব্যাথিত হয়। এই ঘটনায় এসপি নেতা ব্রিজেশ যাদবকে গ্রেফতার করে পুলিশ।