৮০০ কিমি দূরে থাকা শত্রু নিমিষেই হয়ে যাবে শেষ! সুপারসনিক BrahMos-র রেঞ্জ বাড়াচ্ছে ভারত

বাংলা হান্ট ডেস্কঃ ভারত যে ক্রমশ তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে তা সারা বিশ্বের কাছে পরিষ্কার। ফলে ভারতের ক্রমবর্ধমান শক্তি শত্রুদের অস্থিরতা বাড়িয়ে চলেছে। তবে, অতীতে একটি সমস্যা ছিলো যা হলো আটশো কিলোমিটারের অধিক পর্যন্ত শত্রুর অবস্থানকে লক্ষ্য করে আক্রমণ করা যেত না ফলে একাধিক ক্ষেত্রে আক্রমণ করার প্রচেষ্টা ব্যর্থ হত ভারতের। তবে আশার কথা, ভারত সুপারসনিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের একটি এয়ার-টু-এয়ার ভার্সন তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্রটি 800 কিলোমিটার দূর থেকে শত্রুদের ওপর ক্ষেপণাস্ত্র ফেলতে সক্ষম হবে।

সূত্রের খবর, ব্রহ্মোস মিসাইলের ফায়ার পাওয়ার বৃদ্ধি করা হচ্ছে। ফলে একটি সফ্টওয়্যার আপগ্রেডের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রটি 500 কিলোমিটার অধিক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে, শত্রুদের ওপর চাপ যে ভারত বাড়াচ্ছে, তা বলা চলে। এর আগে সমস্যায় ভুগতে হতো ভারতীয় সেনাকে। দূরের কোনো শত্রু দেশে মিসাইল আক্রমণ-এ সক্ষম হতোনা তারা ফলে সেই দেশের বিপদসীমার মধ্যে প্রবেশ করতে হতো তাদের। কিন্তু বর্তমানে সফ্টওয়্যার আপগ্রেডের ফলে ভারতীয় ফোর্স যে বাড়তি সুবিধা পাবে তা বলা যায়।

শুধু তাই নয়, ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, এই আপগ্রেডের ফলে মিসাইলের শক্তি আরো বৃদ্ধি পাবে এবং তা শত্রুদের বেসে পূর্বের তুলনায় আরো ভয়ঙ্কর আঘাত হানবে। বর্তমানে বিশ্বে যেভাবে সকল দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে এই প্রয়াস ভারতের শক্তিকে আরো বাড়িয়ে তুলবে বলেই সকলের মত।

brahmos test firing 1642662655803 1642662655981

সম্প্রতি, একটি নতুন এয়ার-টু-এয়ার ভার্সন তৈরি করা হচ্ছে ফলে বর্তমানে নতুন এই ক্ষেপণাস্ত্রটি 800 কিলোমিটার দূর থেকে শত্রুকে লক্ষ্য করে আক্রমণ করতে পারবে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর