৯৯ শতাংশ জন হয়েছেন ব্যর্থ! ১৩ সেকেন্ডের মধ্যে ছবিতে থাকা মেয়েটির নাম বলতে পারলেই আপনি জিনিয়াস

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) আমরা সকলেই কম-বেশি ব্যবহার করি। মূলত, কাজের ফাঁকেই হোক কিংবা অবসরে সুযোগ পেলেই আমরা ঢুঁ মারি নেটমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় প্রায়শই বিভিন্ন ভাইরাল ভিডিও এবং ছবি (Brain Teaser) খুব সহজেই আকৃষ্ট করে আমাদের। শুধু তাই নয়, সেখানে এমন কিছু ছবির খোঁজ মেলে যেগুলি আর পাঁচটা সাধারণ ছবির তুলনায় কিছুটা ভিন্ন হয়।

মূলত, ওই ছবিগুলিতে কোনো নির্দিষ্ট ধরণের বিষয়কে অনুসন্ধান করতে হয় নেটিজেনদের। বিষয়টা অনেকটা ধাঁধা সমাধানের মতোই হয়। যদিও, তীক্ষ্ণ মনের মানুষেরা সহজেই এই ধরণের ধাঁধার সমাধান করতে পারলেও কিছু কিছু ক্ষেত্রে ছবিগুলি এতটাই কঠিন থাকে যে ৯৯ শতাংশ জনই এগুলির সঠিক উত্তর দিতে পারেন না।

সেই রেশ বজায় রেখেই এবার ঠিক ওইরকমই একটি ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেটিতে থাকা একটি মেয়ের নাম খুঁজে পেতেই কালঘাম ছুটছে নেটিজেনদের। আর ওই নামটি খুঁজে পেলেই সমাধান হয়ে যাবে ছবিটির। এমতাবস্থায়, ওই ছবিটি আমরা উপস্থাপিত করছি পাঠকদের কাছে।

বলতে হবে মেয়েটির নাম: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিটিতে একটি মেয়ের ছবি দেখা গিয়েছে। পাশাপাশি, মেয়েটির নাম সমাধানের জন্য সেখানে রয়েছে দু’টি ক্লু। যেগুলি হল একটি সিম এবং দৌড়চ্ছেন এমন এক মহিলার অবয়ব। অর্থাৎ, ওই দুই ক্লু-কে কাজে লাগিয়েই বলতে হবে মেয়েটির নাম। এমতাবস্থায়, আপনিও ওই নামটি সমাধান করার চেষ্টা করতেই পারেন। সেক্ষেত্রে নির্ধারিত ১৩ সেকেন্ডের মধ্যে নামটিকে খুঁজে নিতে হবে আপনাকে। তবে, বারংবার চেষ্টা করেও যদি আপনি ওই নামটি বলতে না পারেন সেক্ষেত্রে চিন্তা নেই। কারণ, আমরা বর্তমান প্রতিবেদনেই উত্তরটি জানিয়ে দিচ্ছি।

Optical Illusion1

জেনে নিন ছবিতে থাকা মেয়েটির নাম: ছবিটি একটু ভালোভাবে পরিলক্ষিত করলেই কিন্ত সেখানে থাকা মেয়েটির নাম খুঁজে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে বেশ কয়েকবার খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে ছবি এবং ক্লু-গুলিকে। তাহলেই বুঝতে পারবেন যে, ছবিটির প্রথম ক্লু রয়েছে একটি সিম। যেটিকে ইংরেজিতে “সিম”-ই বলা হয়। পাশাপাশি, দ্বিতীয় ক্লু-টিতে একজন মহিলাকে দৌড়তে দেখা যাচ্ছে। যার ইংরেজি হল “রান”। অর্থাৎ, এগুলি মিলে হল সিম+রান=সিমরান। এমতাবস্থায়, ছবিতে থাকা ওই মেয়েটির নাম হল “সিমরান”। তবে, আমাদের বলে দেওয়ার আগেই যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে ওই নামটিকে খুঁজে পেয়ে যান সেক্ষেত্রে মানতেই হবে যে আপনি অত্যন্ত জিনিয়াস।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর