৯৯ শতাংশ জন হয়েছেন ব্যর্থ! ১০ সেকেন্ডের মধ্যে ছবিতে থাকা মেয়েটির নাম বলতে পারলেই আপনি জিনিয়াস

বাংলা হান্ট ডেস্ক: দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই এমন কিছু ছবি দেখতে পাই যেগুলি আর পাঁচটা সাধারণ ছবির তুলনায় কিছুটা ভিন্ন হয়। মূলত, ওই ছবিগুলিতে কোনো নির্দিষ্ট বিষয়কে খুঁজে নিতে হয়। আর সেগুলিকে খুঁজে পেতেই অনেকেটা সময় ব্যয় করেন সবাই। এদিকে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার (Social Media)-র দৌলতে ওই ছবিগুলি আরও বেশি করে ছড়িয়ে পড়ছে সকলের কাছে।

তবে, কিছু কিছু ক্ষেত্রে এই ছবিগুলির সঠিক সমাধান করা এতটাই কঠিন হয়ে পড়ে যে অধিকাংশ মানুষই এগুলির সঠিক উত্তর দিতে পারেন না। যদিও, এই ছবিগুলি সমাধানের অভ্যাস আবার বাড়িয়ে দেয় মস্তিষ্কের কর্মক্ষমতা। শুধু তাই নয়, আপনার IQ পরীক্ষা করার জন্যও এই ছবিগুলি একদম উপযুক্ত।

এমতাবস্থায়, ছবিগুলিকে ঠান্ডা মাথায় ভালোভাবে পরিলক্ষিত করলেই সমাধান করা যায় সেগুলিকে। সম্প্রতি ঠিক সেইরকমই এক ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেখানে থাকা একটি মেয়ের নাম খুঁজে পেতেই রীতিমতো কালঘাম ছুটছে সবার। এমতাবস্থায়, ওই ছবিটি সমাধানের জন্য আমরা সেটি পাঠকদের সামনে উপস্থাপিত করছি।

বলতে হবে ছবিতে থাকা মেয়েটির নাম: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিটিতে একটি মেয়ের ছবি দেখা গিয়েছে। পাশাপাশি, মেয়েটির নাম সমাধানের জন্য সেখানে রয়েছে দু’টি ক্লু-ও। যেগুলি হল চোখের ছবি এবং এক কাপ চায়ের ছবি। অর্থাৎ, ওই দুই ক্লু-কে কাজে লাগিয়েই বলতে হবে মেয়েটির নাম। এমতাবস্থায়, আপনিও ওই নামটি সমাধান করার চেষ্টা করতেই পারেন। সেক্ষেত্রে নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে নামটিকে খুঁজে নিতে হবে আপনাকে। তবে, বারংবার চেষ্টা করেও যদি আপনি নামটি বলতে না পারেন সেক্ষেত্রে চিন্তা নেই। কারণ, আমরা বর্তমান প্রতিবেদনেই উত্তরটি জানিয়ে দিচ্ছি।

জেনে নিন ছবিতে থাকা মেয়েটির নাম: ছবিটি একটু ভালোভাবে পরিলক্ষিত করলেই কিন্ত সেখানে থাকা মেয়েটির নাম খুঁজে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে বেশ কয়েকবার খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে ছবি এবং ক্লু-গুলিকে। তাহলেই বুঝতে পারবেন যে, ছবিটির প্রথম ক্লু-তে রয়েছে চোখের ছবি। আর চোখ দিয়েই আমরা দর্শন করি বা দেখি। এখান থেকে আমরা “দৃশ” শব্দটি নেবো।

Brain Teaser You are a genius if you can name the girl in the picture

পাশাপাশি, অপর ক্লু-তে কাপে থাকা চায়ের ছবি দেখা গিয়েছে। এমতাবস্থায়, চা-কে আমরা ইংরেজিতে “টি” (TEA) বলি। এখান থেকে আমরা “টি” শব্দটি নেবো। অর্থাৎ, এই দুই শব্দ মিলে হল দৃশ+টি = দৃষ্টি। এমতাবস্থায়, ছবিতে থাকা ওই মেয়েটির নাম হল “দৃষ্টি”। তবে, আমাদের বলে দেওয়ার আগেই যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে ওই নামটিকে খুঁজে পেয়ে যান সেক্ষেত্রে মানতেই হবে যে আপনি অত্যন্ত জিনিয়াস।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর