ত্রিপুরায় বাম-তৃণমূল জোটের ইঙ্গিত, সিপিএমকে পাশে দাঁড়ানোর বার্তা ব্রাত্যর

বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরায় রাতভর আটকে রাখা হয়েছিল ২৩ জন আইপ্যাকের কর্মীকে। হোটেলে আটকে রেখে রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করে ত্রিপুরা পুলিশ। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই যথেষ্ট সমালোচনার মুখে পড়েছে বিপ্লব দেব সরকার। শুধু তৃণমূল নেতা আশিষলালই নয়, এই ঘটনার তীব্র বিরোধিতা করে মুখ খুলেছে বাম নেতৃত্বও।

গতকালই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার (Manik Sarkar) বলেন, ”হারের ভয়ে বিজেপি সরকারের এই কাজের তীব্র নিন্দা করছি। এটা কোন ধরনের সরকার? একটা দল সমীক্ষা করতে এসেছে, তাদের আটকে রাখা হল কেন?” সমস্ত কর্মীদের আরটিপিসিআর টেস্টও নেগেটিভ। আর সেই কারণেই আরও সমালোচিত হয়েছেন বিপ্লব দেব (Biplab Deb)।

ইতিমধ্যেই ত্রিপুরাতে তিন সদস্যের দল পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই দলে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Retabrata Bandopadhyay ) এবং আইন মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। আজ কার্যত বামনেতা মানিকের সুরেই সুর মেলাতে দেখা গেল তৃণমূলকেও৷ শুধু তাই নয় সিপিআইএমের উদ্দেশ্যে বার্তাও দিলেন ব্রাত্য। প্রথমেই এই অমানবিক কাজের তীব্র নিন্দা করে তিনি বলেন, “এখনই এতো ভয়? আইপ্যাক তো কোনও রাজনৈতিক সংগঠন নয়। ওই ২৩ জনের অপরাধটা কি? তাদের মাথার উপর প্রশান্ত কিশোর রয়েছে তাই?”

IMG 20210728 154138

একইসঙ্গে তিনি জানান আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জিও (Abhishek Banerjee) আসবেন ত্রিপুরায়, তার আগে আইপ্যাকের কর্মীদের মনোবল বাড়াতে এসেছে তারা। সাথে সাথেই সিপিআইএমের উদ্দেশ্যে এদিন বার্তা দিলেন ব্রাত্য। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের বামেরা বিধানসভা ভোটে যে ভুল করেছে, সেই ভুল ত্রিপুরার বামপন্থীরা না করলেই ভালো। মমতা ব্যানার্জির বিরোধিতা না করে ওঁদের উচিত ওঁর পাশে দাঁড়ানো।” কার্যত ত্রিপুরায় করমর্দনের জন্য তৃণমূল যে হাত বাড়িয়ে রাখল মানিকবাবুদের দিকে তা বলাই বাহুল্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর