অতিরিক্ত ‘ফি’ নিয়ে বেসরকারি স্কুলের বাড়বাড়ন্ত? এবার পড়বে লাগাম, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের (West Bengal) বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধির ইস্যুতে বিধানসভায় সরব হয়েছিল বিরোধী পক্ষ বিজেপি। তারপরেই এদিন বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। জানা যাচ্ছে, এই বেসরকারি (Private Schools) স্কুলগুলির ব্যয় বৃদ্ধি ইস্যুতে আগামীদিনে নতুন কমিশন গঠন করা হবে। আজ অর্থাৎ মঙ্গলবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন রাজ্যের (West Bengal) শিক্ষামন্ত্রী।

রাজ্যের (West Bengal) বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি রুখতে বড় ঘোষণা ব্রাত্য বসুর

জানা যাচ্ছে,সব ঠিক থাকলে  খুব তাড়াতাড়ি এই নিয়ে বিধানসভায় একটি বিলও আনা হবে। প্রসঙ্গত, মঙ্গলবার এক বিজেপি বিধায়ক বেসরকারি স্কুলে অত্যাধিক ব্যয়ের ইস্যুতে সরব হয়েছিলেন। তাঁকে জবাব দিতে গিয়েই ব্রাত্য বসু এদিন জানান, স্কুলের ফি বৃদ্ধি,থেকে শুরু করে অভিভাবকদের ওপর চাপ, কাচ ভেঙে পড়া ইতিমধ্যেই এমনই নানা অভিযোগ আসছে তাঁদের কাছে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা করছেন তাঁরা। ব্রাত্য বসু জানিয়েছেন, সেই প্রেক্ষিতেই আগামী দিনে সরকার বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি রুখতে একটি বিল আনা হবে। এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সরকারের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন: ন্যূনতম পেনশনের গ্যারান্টি!কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর, বড় প্রস্তাব অর্থমন্ত্রীর

প্রসঙ্গত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ইদানিং সরকারি স্কুল ছেড়ে অধিকাংশ অভিভাবকরাই রাজ্যের (West Bengal) বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন। পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধির সাথেই পাল্লা দিয়ে বাড়ছে বেসরকারি স্কুলগুলির ফি। দিনের পর দিন লাগামছাড়া সেই বেতনের টাকা জোগাড় করতে গিয়েই নাজেহাল অবস্থা হয় অভিভাবকদের। বেসরকারি স্কুলগুলির মাত্রাতিরিক্ত বেতন নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে অভিভাবকদের।

Bratya Basu

বেসরকারি স্কুলগুলির এই লাগামছাড়া খরচের বিষয়টি কখনও হাইকোর্ট, আবার কখনও প্রশাসনের কড়া পর্যবেক্ষণেও সামনে এসেছে একাধিকবার। তবু সুরাহা বলতে তেমন কিছুই হয়নি। ইতিপূর্বে ২০২৩ সালের অগাস্ট মাসেও বিধানসভায় এই ইস্যুতে কমিশন গঠন করার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মাঝে দু-বছর কেটে গেলেও এখনও সেই কমিশন নিয়ে কোনও পদক্ষেপই করেনি রাজ্য সরকার। তবে এদিন আরও একবার বিধানসভাতেই কমিশন গঠনের কথা বললেন শিক্ষামন্ত্রী। এখন দেখার তা কবে বাস্তবায়িত হয়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর