UGC-কমিটিতে ব্রাত্য বাংলা! ১জনও প্রতিনিধি নেই ৪০ বিশ্ববিদ্যালয়ের, টুইট করে ক্ষোভ প্রকাশ ব্রাত্য বসুর

বাংলা হান্ট ডেস্ক : আবারও বিতর্ক রাজ্যের বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগকে ঘিরে। রাজ্যের মোট ছ’টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিকে ঘিরে শোরগোল শুরু হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বা ইউজিসি (UGC) বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে (West Bengal) বাদ রাখার অভিযোগ তুলে টুইট করলেন স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

তিনি এদিন অভিযোগ করে লেখেন, সম্প্রতি অঞ্চল ভিত্তিক একাধিক কমিটি তৈরি করেছে ইউজিসি। কিন্তু উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের কমিটিতে বাংলার একজনও প্রতিনিধি নেই। টুইটে ব্রাত্যবাবু দাবি করেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কেন্দ্রীয়, রাজ্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে অঞ্চল ভিত্তিক মোট ৫টি কমিটি তৈরি করেছে।

bratya

ওই ৫ কমিটি ইউজিসি নির্দেশিত পথেই কাজ করবে। উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের ৭ সদস্যের কমিটিতে বাংলার ৪০টি বিশ্ববিদ্যালয়ের এক জনও প্রতিনিধি নেই। সেই টুইটে তিনি আরও লেখেন, এই ঘটনা ঘটছে এমন একটা সময়ে যখন ‘অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ’-এর সভাপতি রাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এর পর তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, পক্ষপাতদুষ্ট ইউজিসি এবং সন্দেহজনক তাদের গতিবিধি।

সম্প্রতি রাজ্যের অধীনে থাকা ছ’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে মনোনয়ন চেয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিকে ঘিরেও নানা প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ করা হয়, এর জন্য যে সার্চ কমিটি তৈরি করা হয়েছে সেই সার্চ কমিটিতে ইউজিসি-র একজনও প্রতিনিধি নেই। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একে অবৈধ ঘোষণা করেছে। সেই বিতর্কের মধ্যেই ইউজিসিকে পক্ষপাত দুষ্ট বলে শিক্ষামন্ত্রীর এই টুইট আরও বিতর্ক বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।


Sudipto

সম্পর্কিত খবর