একহাতে বিশাল ছক্কা মেরে বল স্টেডিয়াম পার করে দিলেন ব্রাভো, ভিডিওতে দেখুন সেই ছক্কা

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে অস্ট্রেলিয়াকে 56 রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে 2-0 ফলাফলে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত 20 ওভার শেষে হেটমায়ার এবং ব্রাভোর ব্যাটে ভর করে 4 উইকেট হারিয়ে 196 রানের বিশাল স্কোর খারা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে 140 রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। 56 রানে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

https://twitter.com/ESPNcricinfo/status/1414021934656888834?s=20

আর এই ম্যাচে কার্যত সবাইকে অবাক করে দিলেন ডোয়েন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের 13 তম ওভারে বল করতে আসেন অজি স্পিনার অ্যাস্টন অ্যাগার। সেই ওভারের চতুর্থ বলটি একটু লুজ করে ফেলেন অ্যাগার যার ফায়দা পুরোপুরি ভাবে তুলে নেন ব্রাভো। এক হাতে বিশাল ছক্কা মেরে বলটি বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন ব্রাভো। যা দেখে রীতিমত অবাক হয়ে যায় অসি ক্রিকেটাররা। এমনকি এই শট দেখে ড্রেসিং থাকা প্রত্যেক ক্যারিবিয়ান ক্রিকেটার উঠে দাঁড়িয়ে পড়েন। এই ম্যাচে ব্রাভো 34 বলে 47 রান করেন। ব্রাভোর ইনিংসটি সাজানো ছিল একটি চার এবং তিনটি ছক্কা দিয়ে।

Udayan Biswas

সম্পর্কিত খবর