বাংলা হান্ট ডেস্ক: প্রেসিডেন্ট জাইর বলসোনারো জানান পরিবেশগত দিক বজায় রাখতে গিয়ে যে পরিমাণ অর্থ খরচ হয়, তা তিনি দেশের উন্নতির কাজে লাগাতে চান। তাই তিনি এই জনপ্রিয় জঙ্গল কেটে ফেলতে চান।
তবে এই অরণ্য কেটে ফেলার সিদ্ধান্ত ব্রাজিলের একার নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও কিছু দায়িত্ব রয়েছে। শান্তি ও সুরক্ষা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রপুঞ্জের। তেমনি বিশ্বের জলবায়ু যাতে কোনওভাবে বিপন্ন না হতে পারে তার দায়িত্বও বর্তায় রাষ্ট্রপুঞ্জের ওপরই।
প্রসঙ্গত,২০১৫ সালে প্যারিস চুক্তি অনুযায়ী, বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করতে প্রত্যেকটি দেশকে তাদের দেশের অরণ্যকে রক্ষা করতে হবে। আর যদি তা না হয়, তবে সেই দেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, প্যারিস চুক্তির অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে ১২ মিমি হেক্টর বন পুনরুদ্ধারের মাধ্যমে আমাজনকে রক্ষা করার অঙ্গীকার করেছিল ব্রাজিল। তাই সেই অঙ্গীকার রক্ষার দায়িত্ব নেবার পালা এবার।