বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে সেপ্টেম্বর মাসের শেষ দিকটা জুড়ে বিশ্ব ফুটবলে চলছে ইন্টারন্যাশনাল ব্রেক। আপাতত ক্লাব ফুটবল বন্ধ রয়েছে এবং নামি অনামি খেলোয়াড়রা নিজেদের দেশের প্রতিনিধিত্ব করছেন। লাতিন আমেরিকা, আফ্রিকস এবং এশিয়ান দেশগুলির মধ্যে বেশিরভাগই প্রীতি ম্যাচ খেলছে। ইউরোপিয়ান দেশগুলি নেশন্স লিগে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচগুলিতে অংশগ্রহণ করছে।
গতকাল রাতে ঘানার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল কোচ টিটের ব্রাজিল। রিয়াল মাদ্রিদ এর ভিনিসিয়াস জুনিয়র, পিএসজির নেইমার এবং বার্সেলোনার রাফিনহাকে দিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন ব্রাজিলিয়ান কোচ। তাদের প্রতিপক্ষ ছিল আফ্রিকার সবচেয়ে বড় ফুটবল খেলিয়ে দেশগুলির মধ্যে অন্যতম এক দেশ ঘানা। কিন্তু ভিনিসিয়াস, নেইমারদের দাপুটে ফুটবলের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল আফ্রিকার প্রতিপক্ষ। ৩-০ ফলে জয় পেয়েছিল সাম্বা ব্রিগেড। ব্রাজিলের হাতে এই মুহূর্তে আক্রমণভাগের একাধিক ফুটবলার রয়েছেন। কালকের ম্যাচের পরও এটা প্রমাণ হয়ে গেল যে আসন্ন বিশ্বকাপে আক্রমণভাগ না অন্তত চিন্তা করতে হবে না নেইমারদের। ঘানা দুর্বল প্রতিপক্ষ তাই ব্রাজিলিয়ান ডিফেন্সের ওপর তেমন কোনও বড় চাপ তৈরি করতে পারেনি। কিন্তু বিশ্বকাপের শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে আবারো ডিফেন্স হয়তো হতে পারে পাঁচবারের বিশ্বজয়ীদের।
অপরদিকে গতবারের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ভারতীয় সময় শনিবার সকালে মাঠে নেমেছিল হন্ডুরাসের বিরুদ্ধে। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে আর্জেন্টিনার জয় একপ্রকার নিশ্চিত ছিল। প্রত্যাশামতোই লিওনেল মেসির জোড়া গোল এবং স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ আরেকটি গোল করে ৩-০ ফলে হন্ডুরাসকে উড়িয়ে দেয় লা এলবিসেলেস্তেরা। জোড়া গোল করেন লিওনেল মেসি। দেশের জার্সিতে ৮৮টি গোল করা হয়ে গেলো আর্জেন্টাইন মহাতারকার। পরের জামাইকার বিরুদ্ধে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবেই পা রাখবে নীল-সাদা ব্রিগেড। সেইসঙ্গে সকলেই শুনলে খুশি এবং আশ্চর্য হবেন যে লাতিন আমেরিকান মহাশক্তি উরুগুয়েকে প্রীতি ম্যাচে ১-০ ফলে হারিয়ে দিয়েছে এশিয়ান ফুটবল জায়ান্ট, ইরান।
অপরদিকে নেশন্স লিগে একের পর এক দুর্দান্ত প্রতিযোগিতামূলক ম্যাচ উপহার পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। গত কয়েকদিনে বেশ কিছু আকর্ষণীয় ম্যাচের মাঝে গতবারের বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া ২-১ ফলে হারিয়েছে ডেনমার্ককে। বিশ্বজয়ী ফ্রান্স ২-০ ফলে হারিয়েছে ডেনমার্ককে। নেদারল্যান্ডস ২-০ ফলে হারিয়েছে রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ডকে।
তারপর গতকাল রাতে জার্মানিকে ১-০ ফলে হারিয়ে চমকে দিয়েছে হাঙ্গেরি। তাদেরই গ্রুপের অপর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে ইতালি। ইতালি ইংল্যান্ড জার্মানির মতো হেভিওয়েট ফুটবল খেলিয়ে দেশ সমৃদ্ধ গ্রুপ থেকে সম্ভবত সকলকে চমকে দিয়ে নেশন্স লিগের ফাইনাল পর্যায়ে উঠতে চলেছে হাঙ্গেরি। তবে সেই জন্য তাদের সোমবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির বিরুদ্ধে হার বাঁচাতে হবে। তাহলেই ইতিহাস গড়বে ফেরেঞ্চ পুসকাসের দেশ।