বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঠে উপস্থিত ছিলেন রোনাল্ডো দি লিমা, কাকা, রবার্তো কার্লোসের মতো প্রাক্তন তারকারা। দলে ছিলেন না নেইমারের মত তারকা। সবমিলিয়ে ভালোই ছাপ তৈরি হয়েছিল ব্রাজিল দলের ১১ জন ফুটবলারের ওপর। তার ওপর আজ ছক বদলে ৪-৪-২ ফর্মেশনে দল সাজিয়েছিল ব্রাজিল কোচ টিটে। ফলে প্রথমার্ধে ভালই চাপে ছিল ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে যখন মনে হচ্ছে সুইজারল্যান্ড ব্রাজিলকে রুখে দেবে, ঠিক সেই সময় রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার ভিনিসিয়াস এবং রদ্রিগোর তৈরি করা একটা মুভ এবং সেখান থেকে গোলার মতো শট নিয়ে প্রাক্তন রিয়াল মাদ্রিদ এবং বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্যাসেমিরোর গোল কাঙ্ক্ষিত জয় এনে দিলো সাম্বা ব্রিগেডকে। দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ে নকআউট পর্যায়ে যাওয়া নিশ্চিত করে ফেললো ব্রাজিল।
তবে আজকের ম্যাচে আরো গোলের সুযোগ পেয়েও নষ্ট করে ব্রাজিল। গত ম্যাচের মতোই ভিনিসিয়াস জুনিয়র জুতোর আউটসাইড দিয়ে একটি অসাধারণ বল রেখেছিলেন রিচার্লিসনের জন্য। কিন্তু গত ম্যাচে দু গোল করা ব্রাজিলিয়ান স্ট্রাইকার আজ ওই বলটি অবধি পৌঁছতেই পারেননি। এছাড়া দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে অসাধারণ ফিনিশ করা ভিনিসিয়াসের একটি গোল অফ সাইডের কারণে বাতিল হয়। সেই সঙ্গে ম্যাচের শেষ দিকে আজকের একমাত্র গোলের পাস বাড়ানো রদ্রিগো নিজে একটি সহজ গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করেন।
ব্রাজিলের আজকের পারফরম্যান্সের পর অনেকটাই চিন্তা থেকে যাবে ব্রাজিলিয়ান কোচ টিটের মনে। একদম নিখুঁত ফুটবল খেলতে ব্যর্থ হয়েছিল ব্রাজিল। ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন দুবার বিপক্ষের স্ট্রাইকারদের বিপদজনক জায়গায় বল উপহার দিয়ে দিয়েছিলেন। তবে স্বস্তির ব্যাপার একটা যে সার্বিয়া এবং সুইজারল্যান্ড এর মত দুইদলের বিরুদ্ধে খেলে এখনো অবধি একটিও শট টার্গেটে রাখতে পারেনি ব্রাজিলের বিরুদ্ধে এই দুই প্রতিপক্ষের কেউই। তবে নকআউট নিশ্চিত হওয়ায় অনেক খোলা মনে ক্যামেরুনের বিরুদ্ধে মাঠে নামতে পারবে তারা।