ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে মেসিকে নিজের পদচিহ্ন রেখে যাওয়ার অনুরোধ জানানো ব্রাজিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিনি সদ্য বিশ্বকাপ জয় করেছেন। তিনি গোটা বিশ্বের ডার্লিং। তার শ্রেষ্ঠত্ব ছোঁয়ার দিনে তাকে অভিনন্দন জানান অন্যান্য ক্রীড়ার সর্বকালের সেরা। লিওনেল মেসিকে পছন্দ করেন না, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া সম্ভব নয়। যে কয়েকজন সেই তালিকায় রয়েছেন তারা হয় তার বিপক্ষ ক্লাব বা বিপক্ষ ফুটবল খেলিয়ে দেশের সমর্থক। কিন্তু সকলের আড়ালে নিজেদের মনের অন্তরে তারাও অবহিত মেসির শ্রেষ্ঠত্ব সম্পর্কে।

সদ্য বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন অধিনায়ককে এবার আমন্ত্রণ জানানো হলো ব্রাজিল থেকে। চির প্রতিদ্বন্দ্বীদের দেশেও মেসির সম্মানটা একই রকম। ব্রাজিলের মানুষদের জীবনটার অনেকটাই জুড়ে রয়েছে ফুটবল। আর্জেন্টিনার মতো সেখানকার মানুষও তাকে ফুটবল ঈশ্বর রূপেই দেখে। এবার একটা বিশেষ কারণে তাকে ওই দেশে আমন্ত্রণ জানানো হয়েছে।

রিও দি জেনেইরোর স্টেট স্পোর্টস সুপারিন্টেন্ডেন্স আদ্রিয়ানো স্যান্টোস, যিনি সেখানকার বিখ্যাত স্টেডিয়াম মারাকানার দেখাশোনার দায়িত্ব রয়েছেন, তিনি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের তরফ মারফত মেসিকে একটি চিঠি পাঠিয়েছেন যেখানে কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলারকে ঐতিহাসিক স্টেডিয়ামে নিজের পদচিহ্ন রেখে আসতে অনুরোধ জানানো হয়েছে।

messi with world cup

প্রসঙ্গত এই বিখ্যাত ব্রাজিলিয়ান স্টেডিয়ামে মে মেসির ২০১৪ সালে নিজের প্রথম বিশ্বকাপ ফাইনালটি খেলেছিলেন। কিন্তু ভাগ্য তখন তার প্রতি সুপ্রসন্ন হয়নি। অতিরিক্ত সময়ে গড়ানো খেলায় জার্মানির কাছে ১-০ ফলে হেরে এবার মারাকানাতে স্বপ্নভঙ্গ হয়েছিল তার। কিন্তু তাই বলে মেসির বিশ্বকাপ জয়টা আটকে থাকেনি। আট বছর পর কাতারের লুসাইল স্টেডিয়ামে নিজের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন।

আদ্রিয়ানো মেসিকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে বলেছেন, “মেসি ইতিমধ্যেই মাঠে এবং মাঠের বাইরে নিজের গুরুত্ব দেখিয়েছেন। তিনি এমন একজন খেলোয়াড় যিনি বছরের পর বছর ধরে ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ স্তরে রয়েছেন এবং মারাকানার জন্য তাকে শ্রদ্ধা জানানোর চেয়ে উপযুক্ত আর কিছুই হতে পারে না। সর্বোপরি, মেসি বল পায়ে একজন প্রতিভা।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর