সুইটজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ব্রাজিল দল যেন মিনি হাসপাতাল! প্রবল চাপে ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ ফলে হারিয়ে এসেছিল দুর্দান্ত জয়। গোলের চেয়েও বেশি উত্তেজিত হয়েছিলেন ব্রাজিলিয়ান ভক্তরা শেষ ৩০ মিনিটে তাদের দলের প্রদর্শন দেখে। সার্বিয়া ডিফেন্সকে নিয়ে কার্যত ছিনিমিনি খেলছিলেন ব্রাজিলের ফরোয়ার্ডরা। কিন্তু এর পরের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে প্রবল চাপে লাতিন আমেরিকান দেশটি।

গোড়ালিতে মারাত্মক চোট পেয়ে গোটা গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। নেইমার একা ছিটকে যাওয়াটা খুব বড় সমস্যা হতো না হয়তো। কারণ ব্রাজিলের আক্রমণ ভাগে রয়েছে প্রবল বৈচিত্র্য। কিন্তু তার সঙ্গে বিপদ বাড়িয়েছে অন্যান্য ফুটবলারদের অসুস্থতা।

ব্রাজিলের শেষ ম্যাচে নামা গোলরক্ষক অ্যালিসন এবং মিডফিল্ডার পাকুয়েতার শরীর খারাপ। তারা আজকের ম্যাচে নামবেন না এমনটা বলা হয়নি দলের তরফ থেকে, কিন্তু যদি মাঠে নামতে না পারেন তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সেই সঙ্গে সাইড ব্যাক ড্যানিলোর গোড়ালিতে চোট। তার জায়গায় হয়তো মাঠে নামতে পারেন অভিজ্ঞ ড্যানি আলভেস।

brazil football team

এখানেই শেষ নয়। ব্রাজিলের ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অ্যান্টনী জ্বরে ভুগছেন। গত ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে বেশ সমস্যায় ফেলেছিলেন তিনি সার্বিয়ান ডিফেন্সকে। এমন অবস্থায় নেইমারের জায়গা নিতে চলেছেন ফ্রেড। অনেক বেশি দায়িত্ব থাকবে আজ তার ওপর।

আজ ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা হয়তো হয়ে দাঁড়াবেন ভিনিসিয়াস জুনিয়র। রিচার্লিসনের সঙ্গে তার কম্বিনেশন আজ ব্রাজিলের সাফল্যের মূলমন্ত্র হয়ে দাঁড়াতে পারে। সুইটসানল্যান্ডের সঙ্গে এর আগে বিশ্বকাপের মঞ্চে গ্রুপ পর্বের দুবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। কিন্তু কোনওবারই এই প্রতিপক্ষকে হারাতে পারেনি ব্রাজিল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর