অবিশ্বাস্য! উঁচু থেকে পড়তেই ৩ ফুটের রড ঢুকে গেল এই ব্যক্তির শরীরে, তারপর যা হল….

Published On:

বাংলা হান্ট ডেস্ক: জীবন মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী করা কার্যত অসম্ভব। কিন্তু আজ আমরা এমন একজনের কথা বলতে চলেছি যিনি মৃত্যুকে পরাজিত করে এসেছেন। বেশ বড় দুর্ঘটনা ঘটলেও প্রাণ হানি হয়নি তার। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের (Brazil) এক ৫৭ বছর বয়সী ব্যক্তির সাথে। তার বেঁচে থাকা কম অলৌকিক কিছু নয়। আর তার কাহিনী শুনলেই বুঝতে পারবেন কেন আমরা এমন কথা বলছি।

ঘটনাটি ঘটে একটি নির্মাণাধীন সাইটে। সেখানে ১৬ ফুট উঁচুতে সিঁড়ির মতো কাঠামোতে কাজ করছিলেন এক ব্যক্তি। কিন্তু হঠাৎই তার পা পিছলে পড়ে যায় নীচে। যেখানে পড়ে যান সেখানে ছিল তিন ফুট লম্বা রডের টুকরো। ওই টুকরো ব্যক্তির গোপনাঙ্গের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে যায়। এবং তারপর সেটি পেট এবং বুক ছিঁড়ে পৌঁছে যায় একদম হার্টের কাছে।

তৎক্ষণাৎ ব্যক্তিটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তাকে সেখানে অস্ত্রোপচার করা হয়। এক অস্ত্রোপচার বেশ কঠিন ছিল। কিন্তু ডাক্তাররা তাতে সফল হন এবং রডটি সরিয়ে নিতে সক্ষম হন। রুগীর বেঁচে যাওয়াকে ডাক্তাররা অলৌকিকের চেয়ে কম দেখছেননা। কারণ যা পরিস্থিতি ছিল তাতে একজনের বেঁচে থাকার সম্ভাবনা ছিল খুবই কম।

আরও পড়ুন:মমতার মিম নিয়ে FIR, নিজেকে নাচতে দেখে মজা পেলেন মোদী! ‘ডিকটেটর কে?’ প্রশ্ন অমিত মালব্যর

এতে যে কেবল সেই ব্যক্তি বেঁচে গিয়েছেন তাই নয়, তাকে ৩ দিনের মধ্যেই আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। অস্ত্রোপচারের দুই দিনের মধ্যেই তিনি হাঁটাচলা শুরু করে দেন। এরপর ইন্টারন্যাশনাল জার্নাল অফ সার্জারি কেস রিপোর্টে সম্পর্কে বিষয়টি প্রকাশিত হয়।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X