৯ জন আক্রমণভাগের ফুটবলার নিয়ে কাতার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা ব্রাজিল কোচ টিটের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: যত দিন যাচ্ছে ততই যেন ফুটবল বিশ্বকাপ সংক্রান্ত আগ্রহ বাড়তে থাকছে ফুটবলপ্রেমীদের মনে। এই প্রথমবার উত্তর গোলার্ধে শীতকাল চলাকালীন আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপ। খুব স্বাভাবিকভাবেই এইবারের উত্তেজনাটা অন্যান্য বাড়ি থেকে কিছুটা আলাদা ফুটবলপ্রেমীদের কাছে। আর মাত্র দু সপ্তাহ বাকি থাকা অবস্থায় ফুটবল বিশ্বকাপের ঢাকে যেন কাঠি ফেলে দিল ব্রাজিল।

ব্রাজিলিয়ান কোচ টিটে আজ কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের ব্রাজিলিয়ান স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। দলের জায়গা পেয়েছেন এই মুহূর্তে সবচেয়ে অভিজ্ঞ ব্রাজিলিয়ান ফুটবলার ড্যানি আলভেস। চমক হিসেবে জায়গা পেয়েছেন আর্সেনালের লেফট উইঙ্গার মার্টিনেল্লি। করোনার ধূপটির কথা আগাম চিন্তা করে এই বিশ্বকাপে ২৩-এর বদলে ২৬ জনের স্কোয়াড রাখার অনুমতি দিয়েছিল ফিফা। এইজন্য ভাগ্য খুলেছে কিছু তরুণ ফুটবলারের। কিন্তু দলের সাইড ব্যাক পজিশন নিয়ে এখনও প্রশ্ন রয়ে যাচ্ছে। গোটা স্কোয়াডটি নীচে তুলে ধরা হলো।

   

গোলরক্ষক: অ্যালিসন, এডেরসন, ওয়েভারটন

ডিফেন্ডার: ড্যানিলো, ড্যানি অ্যালভেস, থিয়াগো সিলভা, মার্কিনিয়স, এডের মিলিটাও, ব্রেমার, অ্যালেক্স স্যান্দ্রো, অ্যালেক্স টেলেস,

মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, ব্রুনো গিমারেস, লুকাস পাকুয়েতা, এভার্টন

আক্রমণ: নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রিচার্লিসন, অ্যান্টনি, রাফিনহা, মার্টিনেল্লি, পেদ্রো, গ্যাব্রিয়েল জেসুস

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর