দ্বিতীয়বার পিতা হতে চলেছেন নেইমার! গোটা ফুটবল বিশ্ব শুভনন্দন জানাচ্ছে ব্রাজিল তারকাকে

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরে মাঠে পিএসজি (PSG) ও ব্রাজিলের (Brazil) জার্সি গায়ে নামতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র (Neymar jr)। মাঠের ভেতর থেকে তাই সমর্থকদের তিনি কোনও ভালো খবর দিতে পারছেন না। কিন্তু ব্যক্তিগত জীবন থেকে সমর্থকদের একটা আনন্দ সংবাদ উপহার দিলেন ব্রাজিলের সর্বোচ্চ স্কোরার। পিএসজি উইঙ্গার, নেইমার জুনিয়র ঘোষণা করেছেন যে তিনি এবং বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি নিজেদের মধ্যে প্রথম সন্তানের প্রত্যাশা করছেন।

নেইমারের কাছে পিতৃত্ব ব্যাপারটা নতুন নয়। এর আগে ১৯ বছর বয়সে নিজের প্রাক্তন বান্ধবীর সঙ্গে একটু সন্তান লাভ করেছিলেন তিনি। এইমুহূর্তে তার বয়স ১২ এবং সেই সন্তানের নাম ডেভি লুকা। দ্বিতীয়বারে বাবা হতে চলেছেন তিনি। যদিও নেইমার নিজে নয়, তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি এই খবরটি প্রকাশ্যে এনেছেন প্রথমে।

ইনস্টাগ্রাম ব্রুনা কিছু ছবি আপলোড করে জনসাধারণের সঙ্গে এই সুসংবাদটি ভাগ করে নিয়েছেন, এই পোস্টে ৩১ বছর বয়সী ব্রাজিল তারকাকে ট্যাগও করেছেন তিনি। এই ছবিগুলিতে ফুটে উঠেছে নেইমার এবং রুনার নানান বিশেষ মুহূর্ত। কখনও নেইমার ব্রুনার পেটকে চুম্বন করছেন, আবার কখনও নিজের বান্ধবীকে কোলে বসে আদর করছেন ব্রাজিলের তারকা।

bb neymar

এই সংবাদটি সামনে আসা মাত্র সারা পৃথিবীর ব্রাজিল ভক্তরা আনন্দিত হয়ে ওঠে এবং তাদের প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে থাকেন। নেইমারের পিএসজি এবং ব্রাজিলিয়ান দলের কিছু সদস্যও ওই ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সকলেই তার জন্য খুব খুশি।

ক্লাব ফুটবল খেলতে গিয়ে নেইমার গোড়ালিতে চোট পেয়ে এই গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন। শেষবার তিনি দেশের জার্সিতে মাঠে নেমে ছিলেন ডিসেম্বর মাসে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময় গোল করলেও তিনি নিজের দলকে জয় এনে দিতে পারেননি।

 

সম্পর্কিত খবর

X