আজ মধ্যরাতে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি পেরু।

নিজস্ব প্রতিবেদন :  আজ মধ্যরাতে কোপার ফাইনালে নামছে আয়োজক ব্রাজিল। ১২ বছর পর লাতিন আমেরিকা সেরা হওয়ার সুযোগ ব্রাজিলের সামনে। মেগা ফাইনালে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বি সেই পেরু যাকে গ্রুপ লিগে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।আজ মধ্যরাতে কোপার ফাইনালে ব্রাজিল বনাম পেরু।

ফাইনালের আগে অবশ্য সেসব কথা ভুলেই যেতে চাইছেন তিতের দল। ফাইনাল ম্যাচে যা খুশি হতে পারে। সেমি ফাইনাল পর্যন্ত এখনও কোনও গোল শোধ ছাড়া ছাড়েনি ব্রাজিল।সেমি ফাইনালে মেসিদেরকেও হারিয়ে ফাইনালে উঠেছে সেলেকাওরা। অন্যদিকে যদি পেরুর কথা বলা যায় গতবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে পেরু। তাই কোনো দলকেই হালকা ভাবা যাচ্ছেনা।ফাইনালে একটি অসাধারন রুদ্ধশ্বাস খেলা দেখতে চান দর্শকরা।  ২০১৬ সালে কোপা আমেরিকায় এই পেরুর কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল ব্রাজিল। ২০০৭ সালে শেষবার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ১২ বছর পর মারাকানায় আবার কোপা র ট্রফি জেতার সুযোগ নেইমারদের সামনে। সময় রাত ১:৩০ মিনিটে মারাকানায় শুরু হবে ব্রাজিল বনাম পেরু কোপা আমেরিকা ২০১৯ এর ফাইনাল।রুদ্ধশ্বাস একটা খেলা দেখার প্রতীক্ষায় ফুটবল প্রেমীরা।


সম্পর্কিত খবর