রিয়াল মাদ্রিদ ছেড়ে নতুন চ্যালেঞ্জের উদ্দেশ্যে ম্যান ইউ-তে যোগ দিলেন ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জল্পনা চলছিল অনেকদিন ধরেই, অবশেষে তা সত্যি হলো। গত মরশুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর এই মরশুমে রয়‍্যাল হোয়াইটসদের থেকে রেড ডেভিলসদের শিবিরের উদ্দেশ্যে পাড়ি দিলেন ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের এই মুহূর্তে সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদের ইউয়েফা সুপার কাপ জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রিয়াল মাদ্রিদ তাকে ছাড়তে চায়নি। বরং নিজেই নতুন চ্যালেঞ্জের উদ্দেশ্যে ম্যানচেস্টারে পাড়ি জমাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই ধ্বংসাত্মক মিডফিল্ডারকে দলে পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। পরে আবার তারা আরও ১০ মিলিয়ন ইউরোও দেবে রিয়ালকে।

রিয়াল মাদ্রিদ মরশুমের প্রথম ম্যাচেই একটি ট্রফি জিতে নিয়েছে। লা লিগার লড়াইয়েও গতবারের চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছে। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মত। প্রাক-মরশুমে প্রস্তুতি ম্যাচগুলিতে দুর্দান্ত ফুটবল খেললেও ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দুটি ম্যাচই অপেক্ষাকৃত অনেক দুর্বল ব্রাইটন এবং ব্রেন্টফোর্ডের কাছে ২-১ এবং ০-৪ ফলে হারের মুখ দেখেছেন এরিখ টেন হাগের দল। গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতাও অর্জন করতে পারেনি ম্যান ইউ। তাও রিয়াল মাদ্রিদ ছেড়ে কেন এরকম টালমাটাল ক্লাবে উড়ে আসছেন ব্রাজিলিয়ান তারকা?

casemiro brazil

এর একটা বড় কারণ হল মাইনে। ব্রাজিলিয়ান তারকা রিয়াল মাদ্রিদে পেতেন ১০.৫ মিলিয়ন পাউন্ড। নতুন চুক্তি অনুযায়ী আগামী চার বছর ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি পাবেন ১৮.২ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ তিনি আগে যা রোজগার করতেন এবার থেকে তিনি বছরে প্রায় তার দ্বিগুণ পয়সা রোজগার করবেন ইংল্যান্ডে। এই মুহূর্তে ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার এর বয়স ৩০ বছর। এর ১-২ বছর পরে আর এত বড় অঙ্কের টাকার চুক্তি তাকে কোনও ক্লাব অফার করবে না সেটা ব্রাজিলিয়ান মিডিও ভালোই জানেন। রিয়াল মাদ্রিদকে সব সম্ভাব্য ট্রফি জেতানো হয়ে গিয়েছে। তাই নতুন চ্যালেঞ্জের উদ্দেশ্যে ইংল্যান্ড রওনা হবেন তিনি। তাকে পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠের বড় সমস্যা পূরণ হতে পারে। রিয়াল মাদ্রিদও গত দুই বছরে কামাভিন্ঙ্গা ও চুয়ামেনির মতো তরুণ মিডফিল্ডারদের দলে নিয়েছে। তাই তারাও আর ক্যাসেমিরোর সিদ্ধান্তে আপত্তি জানায়নি।

সাও পাওলোর অত্যন্ত দরিদ্র ব্রাজিলিয়ান পরিবার থেকে উঠে এসেছেন তিনি। মাত্র ৫ বছর বয়সে বাবা তাদের ছেড়ে চলে যান। ১৪ বছর বয়সেই হেপাটাইটিসে আক্রান্ত হয়ে তিন মাস হাঁটা বন্ধ হয়ে গিয়েছিল তার। তারপরেও মনের জোরে ফুটবল খেলা চালিয়ে যান। ব্রাজিলের সাও পাওলো ক্লাবের হয়ে খেলার সময় তার ওপর নজর পড়ে রিয়াল মাদ্রিদ স্কাউটদের। প্রথম এল নে তারপর পাকাপাকিভাবে স্পেনে চলে আসেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ২০১৩ সালে পর্তুগিজ কোচ জোসে মৌরিনহো প্রথম তাকে রিয়াল মাদ্রিদের সিনিয়র দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ করে দেন। তার আগে বেশ কিছুদিন রিয়াল মাদ্রিদের জুনিয়র দলের হয়ে খেলেছিলেন তিনি। এরপর তারকা স্প্যানিশ মিডফিল্ডার জাবি অ্যালন্সো ক্লাব ছাড়লে তিনি ক্রমে ক্রমে রিয়াল মাদ্রিদে নিয়মিত হয়ে ওঠেন। ২০১৬ থেকে ২০১৮ অবধি রিয়াল মাদ্রিদের টানা তিন চ্যাম্পিয়ন্স লীগ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

রিয়াল মাদ্রিদের হয়ে মোট ১৬ টি ট্রফি জিতেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। চার মধ্যে সামিল রয়েছে ৩টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। তার সঙ্গে ক্রোয়েশিয়ান তারকা মিডফিল্ডার লুকা মডরিচ এবং জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের ত্রয়ীকে ভক্তরা ভালোবেসে বারমুডা ট্রায়াঙ্গেল বলে ডাকতেন। এর মাঝখানে দেশের হয়ে ২০১৯ সালে কোপা আমেরিকা জেতেন ক্যাসেমিরো। তার ধ্বংসাত্মক ফুটবলার এবং মুচকি হাসি বরাবরই ভক্তদের খুব পছন্দের। ম্যানইউতে এসে নিজের দুই পুরনো রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এবং রাফায়েল ভারানে সঙ্গেও খেলতে পারবেন ব্রাজিলিয়ান তারকা। এবার ইউনাইটেডের টালমাটাল শিবিরের হাল নিজের হাতে ধরতে পারেন কিনা ব্রাজিলিয়ান তারকা সেই দিকে লক্ষ্য থাকবে সকলের।


Reetabrata Deb

সম্পর্কিত খবর