বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে ব্রাজিল এবং বিশ্ব ফুটবলের কিংবদন্তি ফুটবলার পেলেকে ব্রাজিলের, সাউ পাওলোর ‘অ্যালবার্ট আইনস্টাইন’ হাসপাতালে ভর্তি করেছিলেন তার স্ত্রী মারসিয়া আওকি। ৮২ বছর বয়সী কিংবদন্তি গত দুই বছর ধরে বারবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার তার আবার হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে চিন্তিত হয়েছিলেন অনেকেই।
গত বছরের সেপ্টেম্বর মাসে ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজের কোলন টিউমারের অপারেশন করিয়েছিলেন এবং তারপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছিল তার। তবে এবার প্রাথমিকভাবে সেই রকম কোনও সমস্যা নিয়ে তিনি ভর্তি হননি হাসপাতালে।
ইএসপিএন ব্রাজিলের প্রকাশিত খবর অনুযায়ী সেই সময় তার হৃদয় সংক্রান্ত সমস্যার জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। মেডিকেল স্টাফরা জানিয়েছিলেন তিনি “ডিকম্পেন্সেটেড হার্ট ফেলিয়র”-এর শিকার। খাদ্য গ্রহণ করতেও অসুবিধা হচ্ছিলো তার। গোটা ফুটবল বিশ্ব এখন ফুটবল কিংবদন্তির সুস্থতা কামনায় রত রয়েছে।
কিন্তু শেষমুহূর্তে পাওয়া খবর অনুযায়ী পেলের শরীর আর কেমোথেরাপিতেও সাড়া দিচ্ছে না। শুধুমাত্র ব্যথা ও শ্বাসকষ্ট এড়াতে তাকে স্পেশাল কেয়ার ইউনিটে যত্ন করে রাখা রয়েছে। পেলের ফুসফুস এবং লিভারে সংক্রমিত অন্ত্রের ক্যান্সারের আর কোনও চিকিৎসা নেই বলেই শোনা গিয়েছে।